২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এ প্রতিশ্রুতি একতরফা

-

পত্রিকায় একটি শিরোনাম ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনীÑ ‘আমরা সীমান্ত হত্যা বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ।’ স্বরাষ্ট্রমন্ত্রী। কথাটা দায়িত্ব সচেতন ও বীরোচিত নিঃসন্দেহে। তবে এ পরিপ্রেক্ষিতে দেশের নগণ্য নাগরিক হিসেবে প্রশ্ন রাখতে চাই, এত দৃঢ়প্রত্যয়ী অঙ্গীকার সত্ত্বেও স্বাধীনতার অর্ধশত বছর পরেও প্রতি বছর মাসে মাসে বন্ধুরাষ্ট্রের সীমান্ত প্রহরী বাংলাদেশের নিরীহ নিরস্ত্র নিরপরাধ মানুষ গুলি করে, পিটিয়ে, শ্বাস রোধ করে হত্যা করতে পারছে কিভাবে? তাও ‘গরু চোরা’ অপবাদ দিয়ে। দৃশ্যত আমাদের বিডিআর-বিজিবির কাজ বুঝি লাশ কাঁধে করে এনে জানাজা দাফন-কাফনের ব্যবস্থা করে দেয়া।
সীমান্ত হত্যা রোধের ব্যাপারে সবাই প্রতিশ্রুতিবদ্ধ এবং তা নিষ্ঠার সাথে আমরা পালন করে চললেও, তারাও কি আমাদের মতো প্রতিশ্রুতিবদ্ধ? যদি হয়ে থাকে তাহলে দুঃখজনক ও লজ্জাজনক সীমান্ত হত্যা তারা বন্ধ করছে না কেন? সেই প্রতিশ্রুতি আদায়ে আরো কয় বছর লাগতে পারে? যারা মরছে অপরাধী সাব্যস্ত হলে তাদের সাজা হতে পারে; কিন্তু তারা আবার বিচার বঞ্চিত।
যেকোনো রাষ্ট্র তার পশু-পাখি-মাছ ইত্যাদি পর্যন্ত সংরক্ষণের জন্য যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে সীমান্তে বন্ধু দেশের প্রহরীদের হাতে প্রাণ দেয়া মানুষগুলো কি সে প্রতিশ্রুতির বাইরে?
মো: শোয়েব
সিলেট


আরো সংবাদ



premium cement