লকডাউনে নীরবে কাঁদে ক্ষুদ্র ব্যবসায়ী
- ১৩ আগস্ট ২০২১, ০১:১৬
লকডাউন শব্দের সাথে আমরা প্রায় দুই বছর ধরে পরিচিত। শব্দটি শুনলে যেভাবে আতঙ্কিত হয় নিম্ন বা নিম্নমধ্যবিত্ত মানুষ একইভাবে আতঙ্কিত হয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে সহায়তা একটু দেরিতে হলেও পৌঁছায়। কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা তো মধ্যবিত্ত শ্রেণীর লোক তাদের ঘরে বসে থাকার সুযোগ তেমন ভাবে থাকে না। তারা ধার দেনা করে সংসার চালাতে থাকে এই আশায় যে, লকডাউন অতিসত্বর শেষ হবে। তবে লকডাউন যখন দীর্ঘ হয়ে যায় সেটি তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। সরকার স্বল্প সুদে ঋণে দিলেও সেই ঋণে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ হাসিল হয় না। অন্য দিকে কিছু ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা সুদের সাথে জড়াতে চান না। সুদ হারাম করা হয়েছে। তাদের জীবন দিনে দিনে আরো খারাপের দিকে চলে যেতে থাকে। তাদের কাছে কোনো সহায়তা পৌঁছায় না। লোক সমাজের আড়ালে তারা কাঁদে নীরবে। এই সব ক্ষুদ্র ব্যবসায়ী যারা সুদের সাথে জড়াতে চায় না। তাদের বিনা সুদে ঋণ দেয়া ব্যবস্থা করা হোক। ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপরই ভিত্তি করেই বড় বড় ব্যবসায়ী হয়ে থাকে। তাই সবার আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ পূরণ করা প্রয়োজন।
মু: মেহেদী হাসান সাগর
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা