২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বেতার ও টেলিভিশনে সংস্কার জরুরি

-


বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সরকারি দু’টি প্রচারমাধ্যম। কিন্তু দুঃখের বিষয়, বেশির ভাগ মানুষ এ দুটি প্রতিষ্ঠান থেকে আজ মুখ ফিরিয়ে নিয়েছে। এর প্রধান কারণ, প্রতিষ্ঠান দুটিতে কেবল সরকারি দলের সত্য-মিথ্যা প্রশস্তিÍ গাওয়া হয়ে থাকে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পাণ্ডিত্য জাহির করে অন্য দলের নেতাদের হেদায়েতি বাণী শুনিয়ে থাকেন, তার নিজের মন্ত্রণালয়ে যে অনিয়ম বিরাজ করে চলছে সেদিকে নজর দেয়ার সময়ই বের করতে পারছেন না। তাই মন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংস্কারের দিকে মনোযোগী হোন।
প্রথমত, গীতিকার হিসেবে তালিকাভুক্ত হতে যারা গানের পাণ্ডুলিপি জমা দেবেন তাদের পাণ্ডুলিপি পরীক্ষা করার জন্য বেতার এবং টিভির নিজস্ব বেতনভুক্ত পরীক্ষকের পদ তৈরি করে ওই পদে লোক নিয়োগ দিতে হবে। বাইরের পরীক্ষক দিয়ে পাণ্ডুলিপি পরীক্ষা গীতিকারদের সম্পদ বেহাত হওয়ার শঙ্কার জন্ম দেয়। বর্তমানে পাণ্ডুলিপি জমা দিয়ে তা কোথায় যায় কী হয় মাসের পর মাস বছরের পর বছর চলে যায় কিন্তু তদবিরের লোক না থাকলে কিছুই জানা যায় না। এ অবস্থার অবসান ঘটাতে হবে।
দ্বিতীয়ত, তালিকাভুক্ত গীতিকার যারা আছেন তাদের সম্মানী বৃদ্ধি করতে হবে, সেই সাথে মাসিক ভাতার ব্যবস্থা চালু করতে হবে।
তৃতীয়ত, পয়লা জানুয়ারি ২০২১ থেকে যারা তালিকাভুক্ত গীতিকার হওয়ার আশায় গানের পাণ্ডুলিপি জমা দিয়েছেন, তাদের পাণ্ডুলিপির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আর অপেক্ষা না করে চূড়ান্ত ফলাফল এখনই দিয়ে দিতে হবে।
চতুর্থত, পাণ্ডুলিপি জমা হওয়ার তিন মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল জানানোর বাধ্যবাধকতার ব্যবস্থা করতে হবে। দীর্ঘ দিন পাণ্ডুলিপি আটকিয়ে রেখে কোনো খোঁজখবর না জানানোর প্রবণতা বন্ধ করতে হবে।
পঞ্চমত, বাংলাদেশ বেতারে ও বাংলাদেশ টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হতে কতগুলো পাণ্ডুলিপি এখন ওই দুটি প্রতিষ্ঠানে অপেক্ষমাণ আছে তা আপনার নখদর্পণে থাকতে হবে, যাতে কোনো প্রতিভাবান মানুষের প্রতিভাকে ওই প্রতিষ্ঠান দুটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গলাটিপে হত্যা করতে না পারেন।
সর্বশেষ, আপনাকে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের কাজকর্ম নিয়মিত মনিটরিং করে ভুল-ত্রুটির বিচার করতে হবে। রাজনৈতিক কথা-বার্তার জন্য দলের সাধারণ সম্পাদকই যথেষ্ট। তাই আপনার মন্ত্রণালয়ের কাজকর্মের দিকে মনোযোগী হওয়ার বিনীত অনুরোধ করছি।
সৈয়দা শাহিনা খান
সাবেক সংসদ সদস্য ও আত্মজীবনীকার,
বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা


আরো সংবাদ



premium cement
জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না : জামায়াত আমির কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরন করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু মানবকল্যাণে সম্পৃক্ত থাকলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো : তারেক রহমান নিখোঁজের ৬ দিন পর বিক্রয়কর্মীর লাশ উদ্ধার বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন আসর সেরা আবু হায়দার, ব্যাটে-বলে সবার উপরে নাইম-আলাউদ্দিন

সকল