শেষ বিদায় যেন সম্মানের সাথে হয়
- ২৬ জুলাই ২০২১, ০১:৪৬
বিশ্বে মহামারী করোনাভাইরাসের কারণে অনেক লোকের প্রাণহানি ঘটেছে, অনেক লোক আক্রান্ত হয়েছে। বাংলাদেশেও বহুলোক আক্রান্ত হয়ে মারা গেছে। এই ধারা এখনো অব্যাহত আছে। সংবাদমাধ্যমে দেখতে পাই কতটা মর্মান্তিকভাবে মৃত্যু এবং শেষ বিদায় হয়। তাছাড়া বাংলাদেশেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ছাড়াও অন্যান্য রোগেও আক্রান্ত হয়ে প্রতিদিনই অনেক লোক মারা যাচ্ছে। কিন্তু এই সময়ে মৃত্যুবরণ করার কারণে তাদের পরিবারকে অবর্ণনীয় দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। না পায় চিকিৎসা, না পায় সেবাযতœ। ধুঁকে ধুঁকে করুণভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। মৃত্যুর পর পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন এমনকি কিছু ক্ষেত্রে নিজের পরিবারের লোকজনও লাশ রেখে পালায়। হয়তো ইমাম পর্যন্ত জানাজা পড়াতে অস্বীকৃতি জানান। কী অমানবিক দৃশ্য! কী করুণ পরিণতি! এ কেমন সমাজে আমরা বসবাস করছি?
মৃত্যুর পর আশরাফুল মাখলুকাত হিসেবে একজন মানুষের শেষবিদায় যেন যথাযথ সম্মানের সাথে হয় সেজন্য আমাদের সবাইকে মানবিক হতে হবে।
মঞ্জুর মোর্শেদ রুমন
১৪৫ আরামবাগ, মতিঝিল, ঢাকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা