‘বিএনএমপিসি ইকো ক্লাব’
- ১৯ জুলাই ২০২১, ০০:০০
বিলীন হয়ে যাচ্ছে অরণ্য, বাড়ছে তাপদাহ। শহর হয়ে উঠছে কনক্রিটময়। এ পরিস্থিতিতে পরিবেশের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে, আবার মানবতা জাগিয়ে তুলতে ১৯ নভেম্বর, ২০২০ এ ‘এনভায়রনমেন্টাল সাস্টেইনিবিলিটি (রিডিউস, রিইউস, রিসাইকেল)’ মূলমন্ত্র করে বিজিবি সদর দফতরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে সাবেক অধ্যক্ষ লে. কর্নেল ড. মোল্যা মেসবাহউদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছিল বিএনএমপিসি ইকো ক্লাব। অধ্যক্ষ লে. কর্নেল ড. মো: মিজানুর রহমান, পিএসসি,এইসি, দু’জন উপাধ্যক্ষ, একজন মডারেটর, বারজন কো-মডারেটর, দু’জন ফাউন্ডার মেম্বারের নেতৃত্বে প্যানেল ও ভলান্টিয়ারদের সহায়তায় ক্লাবটি কার্যক্রম অব্যাহত রেখেছে। অফলাইন ইভেন্টে ১০ জানুয়ারি, ২০২১ ‘উষ্ণতার হাসি’ শিরোনামে শীতবস্ত্র বিতরণ এবং ৯ ফেব্রুয়ারি, ২০২১ ‘সবুজে প্রশান্তি’ শিরোনামে বৃক্ষরোপণ ও বৃক্ষ উপহার কর্মসূচি পালন করেছে। এ ছাড়াও অনলাইন ইভেন্ট হিসেবে ইন্ট্রা বিএনএমপিসি উৎসব ইকো এসেন্স ৬ মার্চ, ২০২১ পরিচালনা করেছে এবং ২২-২৩ এপ্রিল, ২০২১ ‘বিশ্ব ধরিত্রী’ দিবস পালনের লক্ষ্যে নটর ডেম ন্যাচার স্টাডি ক্লাব এবং সাতটি ক্লাবের সমন্বয়ে বিএনএমপিসি ইকো ক্লাব পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে ‘বাংলাদেশ আর্থ সামিট’ আয়োজন করেছে। বক্তব্য রাখেন বিদেশী অতিথিরাসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি। স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে মাউশির নির্দেশনা মোতাবেক, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ১৫ জুন। ২২ জুন ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে ‘জনসচেতনতাই বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের উত্তম উপায়’ শীর্ষক পরিবেশ সচেতনতামূলক ভার্চুয়াল আলোচনা সভা করা হয়েছে।
মুহম্মদ আনোয়ার সাদাত
সহ: অধ্যাপক এবং মডারেটর, বিএনএমপিসি ইকো ক্লাব
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা