২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গণতান্ত্রিক দেশে পিঠ বাঁচানোর বিরোধী দল

-

প্রকৃত বিরোধী দল ছাড়া গণতন্ত্রের চর্চা হয় না। জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রের প্রকাশ ঘটে না। এ দেশে গণতন্ত্র সুদূর পরাহত। এ দেশে আর অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বুঝি হবে না। গণতন্ত্রের জন্য জনগণকে অপেক্ষার প্রহর গুনতে হবে। কখন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সেই আকাক্সিক্ষত গণতন্ত্র ফিরিয়ে দেয়া হবে। কিন্তু দার্শনিকরা বলেন, সেই আশা করা অরণ্যে রোদন মাত্র। ইতিহাস বলে, একনায়কতন্ত্র খুব বেশি দিন চলতে পারে না। যদি এ পদ্ধতি দীর্ঘদিন চলতে থাকে তবে সেটা হবে শেষ পর্যন্ত এক প্রকার রাজতন্ত্র। কিন্তু আমাদের পূর্বপুরুষরা এক সাগর রক্তের বিনিময়ে যে শাসনতন্ত্র তথা গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন তা বৃথা যেতে পারে না। যদি শেষ পর্যন্ত তা বৃথাই যায় তবে ইতিহাস এ জাতিকে কোনো দিনও ক্ষমা করবে না। যাদের রক্ত ও ঘামের বিনিময়ে জাতি গণতন্ত্র ফিরে পেলো তারাই ক্ষমা করবে না।
পণ্ডিতরা লিখে গেছেন, গণতন্ত্র অর্জনের চেয়ে গণতন্ত্র রক্ষা করা আরো কঠিন। আজ ৯২ বছর বয়সে সেটারও বাস্তবতা স্বচক্ষে দেখলাম। কিন্তু এ দেশে কি সবাই কাপুরুষের দল? খেটে খাওয়া মানুষের রক্ত চুষে যারা লেখাপড়া শিখে মানুষ হয়েছেন তারা কোথায়? সেই সব বিদ্বান শিক্ষিত কোথায়? তারা আজ মুখ খুলছেন না কেন পূর্বপুরুষরা কি এ জন্য রক্ত ঝরিয়ে গেছেন? খুন গুমের ভয়ে যারা গণতন্ত্রের কথা উচ্চারণ করতে ভয় পায় তারা কাপুরুষ। আমরা কি এখন কাপুরুষের দেশে বাস করছি? শুধু জাতীয় সঙ্গীত বাজিয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা হয় না। আন্দোলনের সমস্ত পথ বন্ধ করে দিয়ে সরকার এখন বলছে, জনগণ আন্দোলন না করলে গণতন্ত্র ফিরবে কি করে?
নিরপেক্ষ নির্বাচনের সমস্ত পথ রুদ্ধ করে দিয়ে এখন বলছেÑ জনগণ বিরোধী দল চায় না বলেই তারা বিরোধী দলকে ভোট দেয় না। তা হলে কি রক্ত ঝরিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা ব্যক্তিদের উত্তরসূরীরা স্বৈরতন্ত্র চাইছে? সর্বক্ষেত্রে প্রতিহিংসার রাজনীতি চলছে। এ জাতির ভাগ্যে কী ঘটবে? অনেক গণতন্ত্র দেখেছি কিন্তু এমনটা কখনো দেখেনি। সরকারি চাকুরে আর সরকারদলীয় লোক ছাড়া কেউ ভালো নেই। ভালো না থাকা মানুষ যদি একবার ফুঁসে ওঠে!
মোবাশ্বের পাটোয়ারী
খাদ্য পরিদর্শক (অব:), রামনগর, যশোর


আরো সংবাদ



premium cement
ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না : জামায়াত আমির কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরণ করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু মানবকল্যাণে সম্পৃক্ত থাকলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো : তারেক রহমান নিখোঁজের ৬ দিন পর বিক্রয়কর্মীর লাশ উদ্ধার বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন

সকল