২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জনস্বাস্থ্য ও একটি প্রসঙ্গ

-

ঘনবসতিপূর্ণ এলাকায় এক বাড়ির ছাদে নির্মিত মোবাইল টাওয়ার স্থানান্তর করার জন্য ১৭ ফেব্রুয়ারি ২০১৯ সালে হাইকোর্টের রায়ে নির্দেশ দেয়া সত্ত্বে¡ও ওইগুলো একই স্থানে দাঁড়িয়ে আছে। স্বাস্থ্য অধিদফতর ও পরিবেশ অধিদফতর এ দু’টি সরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত রিপোর্টও অকার্যকর হয়ে গেল। তা হলে জনস্বাস্থ্যের উন্নতি কিভাবে হবে? মোবাইল কোম্পানিগুলোর বিভিন্ন কৌশলের কাছে কোর্টের রায়ও স্থগিত। এ দিকে বাংলাদেশে সর্বত্র করোনাভাইরাস যে হারে বিস্তার লাভ করে চলেছে, তা অত্যন্ত ভয়াবহ। এর জন্য মোবাইল টাওয়ার কারণ হতে পারে কি না। যেহেতু মোবাইল টাওয়ার থেকে নিঃসৃত তেজস্ক্রিয়তার জন্য জ্বর, সর্দি, মাথাব্যথা, শ্বাসকষ্ট, বমি বমিভাব, হার্টের সমস্যা, দৃষ্টিশক্তি হ্রাস প্রভৃতি সৃষ্টি হয়। বিষয়টি স্বাস্থ্য বিশেষজ্ঞদের গভীরভাবে ভেবে দেখা অথবা গবেষণা করার অনুরোধ জানাচ্ছি। কর্তৃপক্ষকে জনস্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাই।
আমিনুল হাকিম
পলাশ পোল, সাতক্ষীরা


আরো সংবাদ



premium cement