বাইক দুর্ঘটনার কারণ
- ২৮ জুন ২০২১, ০০:০০
পত্রিকার পাতা খুললেই দেখা যায়, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ নিহত হচ্ছে। মন খারাপ করা এই সংখ্যা বেড়েই চলেছে। দেশজুড়েই পরিলক্ষিত হচ্ছে এই সড়ক দুর্ঘটনা। তন্মধ্যে বাইক দুর্ঘটনা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে! এর জন্য সড়কের বেহাল দশা কিছুটা দায়ী হলেও আমি মনে করি, অসচেতনতাও কম দায়ী নয়। আমরা সবাই জানি, দুর্ঘটনার ভয়াবহতার দিকে ইঙ্গিত করে মোটরগাড়ির অপর নাম অনেকেই মরণগাড়ি বলে থাকেন। রাজপথে মৃত্যুর হানা ও তার ভয়ানক দৃশ্যের খবর জানা সত্ত্বেও আমাদের উদাসীনতা ও অসতর্কতা চরমে। আর তা হলোÑ নিয়ম মেনে না চলা, আগে যাওয়ার প্রতিযোগিতা করা, হেলমেট না পরা, অস্বাভাবিক ঝুঁকি নিয়ে চলাচল করা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো ইত্যাদি। আমরা যদি গাফেল থাকি সড়ক আমাদের রক্ষা করবে না। বাইক দুর্ঘটনা থেকে বাঁচতে আমাদের সম্মিলিত সতর্কতার কোনো বিকল্প নেই।
উবাইদুল্লøাহ তারানগরী
ধোবাউড়া, ময়মনসিংহ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা