ভর্তিপরীক্ষা ও ফলাফল প্রকাশে সমন্বয়
- ২৮ জুন ২০২১, ০০:০০
সরকারের অনেক প্রচেষ্টার ফলে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তিপরীক্ষার আয়োজন করতে যাচ্ছে। নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিশ্রম কমবে এবং অভিভাবকদের আর্থিক সাশ্রয় হবে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তা হলোÑ ফলাফল প্রকাশে সমন্বয় করা। অর্থাৎ সব বিশ্ববিদ্যালয়কে কাছাকাছি সময়ে ভর্তিপরীক্ষার আয়োজন এবং কাছাকাছি সময় এ ফলাফল প্রকাশ করতে হবে, যাতে অপেক্ষাকৃত অপছন্দের সাবজেক্টে কিংবা অপছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আবার ভালো সাবজেক্টে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না হয়। এতে তার দুইবার ভর্তির কারণে আর্থিক ক্ষতি হবে। দ্বিতীয়ত, কম পছন্দের আসনটি আগেভাগে ছেড়ে দিলে অন্য একজন সেখানে ভর্তি হতে পারবে।
আমার প্রতিবেশী এক শিক্ষার্থীর প্রথম পছন্দ হলো, পাবলিক বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় পছন্দ প্রাইভেট মেডিক্যাল কলেজ। পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষার কোনো খবর নেই; কিন্তু প্রাইভেট মেডিক্যালে ভর্তির প্রক্রিয়া প্রায় শেষ। বাধ্য হয়ে তাকে প্রাইভেট মেডিক্যালেই ভর্তি হতে হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষার প্রক্রিয়া শুরু করে স্থগিত করেছে। অন্যথায় শিক্ষার্থীদের ভুগতে হতো।
ঢাবির অধিভুক্ত সাত কলেজ এবং প্রযুক্তি ইউনিট যেন ঢাবির ভর্তিপরীক্ষার পরে পরীক্ষার আয়োজন করে। একইভাবে গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণকারী ইউনিভার্সিটিগুলো যেন ‘মাদার’ ইউনিভার্সিটিগুলোর সাথে সমন্বয় করে কাছাকাছি সময়ে ফলাফল প্রকাশ করে। তা হলে করোনার এ দুঃসময়ে শিক্ষার্থীরা আর্থিকভাবে যেমন উপকৃত হবে তেমনি পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ভর্তি হতে পারবে।
মোহাম্মদ আলী শেখ
সহকারী অধ্যাপক, কাদিরদী ডিগ্রি কলেজ, বোয়ালমারী, ফরিদপুর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা