পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ
- ২৩ জুন ২০২১, ০১:৪৬
প্রথমে জীবাশ্ম জ্বালানির ওপর ট্যাক্স বসাতে হবে। আর এই ট্যাক্সের টাকা দিয়ে সোলার প্যানেল ও নবায়নযোগ্য শক্তি এগিয়ে নিতে হবে। সবরকম দূষণ কমাতে এগিয়ে আসতে হবে; বিশেষ করে পানি ও বায়ুদূষণের ব্যাপারে। পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এর বদলে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে। টু-স্ট্রোক যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। কারণ এসব যানবাহনের ধোঁয়ার কার্বন-ডাই-অক্সাইড, সীসা, কার্বন মনোক্সাইডসহ ক্ষতিকর রাসায়নিক পদার্থ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। পরিবেশ দূষণ রোধে সিএনজি জ্বালানির ব্যবহার বেশি করে করতে হবে। মেয়াদোত্তীর্ণ যান নিষিদ্ধ করতে হবে। বনায়ন কর্মসূচির ব্যাপক সম্প্রসারণ করতে হবে। জনবসতির কাছাকাছি কল-কারখানা না হওয়াটাই বাঞ্ছনীয়। তার চুল্লিগুলোর মুখও থাকা উচিত ভূমি থেকে অনেক ওপরে। কলকারখানা থেকে দূষিত পদার্থ নির্বিচারে নদীতে ফেলা যাবে না। বায়ুমণ্ডলে রকেট নিক্ষেপ ও পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ নিষিদ্ধ করা চাই। অপরিকল্পিতভাবে জমিতে যে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়, সে সম্পর্কে কৃষকদের সচেতন করতে হবে। অতিরিক্ত কয়লা ব্যবহার হ্রাস করে বায়ুমণ্ডলের দূষণ প্রতিরোধ করতে হবে। বিষাক্ত কালো ধোঁয়া বন্ধ করতে পুরনো ইঞ্জিনচালিত গাড়ি নিষিদ্ধ করতে হবে। এভাবেই সবাই সচেতন হতে হবে। তাহলে বায়ুদূষণ নিয়ন্ত্রণ সম্ভব।
মাহমুদা টুম্পা
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা