দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন
- ১০ জুন ২০২১, ০৪:৩৫
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ মানবেতর জীবন যাপন করছে। সরকারের গাফিলতি, স্বেচ্ছাচারিতা ও দলীয় সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। টিসিবি ও ভোক্তা অধিকারের প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা না রাখায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার লাগামহীন হয়ে পড়েছে। দেশের বাজার ব্যবস্থাপনা এখন সিন্ডিকেটের হাতে। করোনাকালে গরিব ও উচ্চশিক্ষিত বেকারদের জীবন-জীবিকা নির্বাহের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। করোনা ও লকডাউনের অজুুহাতে শ্রমিক ছাঁটাই করা চলবে না। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময় শ্রমিক ছাঁটাই বা বেতন-বোনাস কর্তনের হঠকারী সিদ্ধান্ত নিলে উদ্ভূত পরিস্থিতির জন্য মালিকপক্ষ এবং সরকারকে দায় নিতে হবে।
নাসির উদ্দীন মুন্সী
আজীবন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
অ্যালামনাই অ্যাসোসিয়েশন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা