নাম পরিবর্তনের প্রস্তাব
- ১০ জুন ২০২১, ০৪:৩৫
‘পরিবার পরিকল্পনা অধিদফতর’ সরকারের একটি গুরুত্বপূর্ণ দফতর। জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম ছাড়াও এ দফতর মাতৃস্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা কার্যক্রমকে মাতৃস্বাস্থ্যের সাথে সম্পৃক্ত করা হয়েছে।
মেটারনিটিবেজড ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ মায়েরা যখন মাতৃস্বাস্থ্যের সমস্যা নিয়ে হাসপাতালে আসবেন, তখন তাদেরকে পরিবার পরিকল্পনার ধারণা ও সামগ্রী দেয়া হবে। এ অধিদফতরের অধীনে ঢাকায় ২৫০ শয্যার মেটারনিটি হাসপাতাল ছাড়াও জেলা শহরে একটি করে মাতৃমঙ্গল হাসপাতাল রয়েছে। ভবিষ্যতে এ সেবা উপজেলা পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাই এ অধিদফতরের নামের সাথে মাতৃস্বাস্থ্যের ব্যাপারটা যুক্ত থাকা দরকার।
অপর দিকে পরিবার পরিকল্পনা নামে মানুষের কিছু দ্বিধাসঙ্কোচ কাজ করে। তাই এ অধিদফতরের নাম ‘মাতৃস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদফতর’ করা যেতে পারে। নামের এ পরিবর্তন অধিদফতরকে আরো জনবান্ধব করবে।
ডা: এস এ সাজ্জাদ
চকবাজার, চট্টগ্রাম
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা