করোনায় সচেতনতার বিকল্প নেই
- ০৪ জুন ২০২১, ০০:০৫
বৈশ্বিক মহামারী করোনার প্রথম ঢেউ যেতে না যেতেই সারা পৃথিবী দ্বিতীয় ঢেউয়ে এখন বিপর্যস্ত। এর প্রভাব থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশও মুক্ত নয়। এ কারণে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার দুটোই বেড়েছে উদ্বেগজনক হারে। করোনাভাইরাসে আক্রান্ত রোগী নিয়ে হাসপাতালগুলোর নাজেহাল অবস্থা, অন্যদিকে আইসিইউ বেডেরও সঙ্কট। জনগণের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে হাত ধোয়া। বাসার বাইরে বের হলে মাস্কের ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সরকার ঘোষিত ১৮ দফা নির্দেশনা যথাযথ অনুসরণ করা। তাছাড়া করোনাভাইরাস সম্বন্ধে জনগণকে সচেতন করতে হবে। মনে রাখতে হবে, করোনায় সচেতনতার কোনো বিকল্প নেই। তাই আসুন নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।
সালমান
বাজিতপুর, কিশোরগঞ্জ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা