জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিন
- নিজস্ব প্রতিবেদক
- ২০ মে ২০২১, ০০:৫৪
বর্ষা শুরুর আগেই হালকা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে পাটগ্রামের ধবলগুড়ি জনতার বাজারের রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ নিয়ে চিন্তিত পুরো এলাকাবাসী। বিগত বছরগুলোতে যদিও এখানে তেমন একটা জলাবদ্ধতা দেখা দেয়নি, কিন্তু এবারের চিত্র পুরোটাই উল্টো। মাত্র ৬০ মিলিমিটার বৃষ্টিপাতেই ধবলগুড়ি জনতার বাজারের রাস্তার প্রায় ২০০ গজ অংশ পানিতে তলিয়ে থাকে।
এতে এই এলাকাবাসীর করুণ দুর্দশা চোখে পড়ে। স্থবিরতা দেখা দেয় এখানকার স্বাভাবিক জীবনযাত্রায়। এই বাজারে জলাবদ্ধতার জন্য ব্যবসায়ীদের ব্যবসায় বিরূপ প্রভাব পড়ে। তাই রাস্তার জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান সবাই। সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। আশা করি আসন্ন বর্ষা মৌসুমের আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নেবে।
শাওন হোসেন
ধবলগুড়ি, পাটগ্রাম, লালমনিরহাট
ংযধহিযড়ংংধরহ৯৮০@মসধরষ.পড়স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা