লকডাউনে যেন গরিবের ভাত বন্ধ না হয়
- ৩০ এপ্রিল ২০২১, ০১:৩২
লকডাউন একটি নীরব দুর্ভিক্ষের নাম। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী বাংলাদেশের মানুষের অবস্থা ভয়াবহ। রিকশা, রিকশাভ্যান ও সিএনজি অটোরিকশা চালিয়ে তারা পরিবারের ভরণপোষণ করে। তা ছাড়া বিশাল এক জনগোষ্ঠী দিন এনে দিন খায়। পরিবহন বন্ধ থাকায় বিপুল সংখ্যক মানুষের কঠিন অবস্থা। কে শুনবে তাদের বুকফাটা আর্তনাদ? করোনাভাইরাসের কালো থাবায় প্রাইভেট সেক্টরের শত শত কর্মজীবী হারিয়েছেন কর্মক্ষেত্র। লকডাউনের আগে যারা কোনো রকমে দু’বেলা দু’মুঠো খেতে পারত, লকডাউনে তাদের খাওয়া বন্ধ। বিত্তবান মানুষ একটু চেষ্টা করলেই এই সময়ে রোজগারহীন মানুষ দু’বেলা দু’মুঠো খেতে পারে। আমরা যদি একটু মানবিক হই, এসব মানুষ লকডাউনের দুর্বিষহ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে।
ওবায়দুর রহমান
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা কলেজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা