২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি

-

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ভর্তি হয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) পরিচালিত দেড় বছর মেয়াদি ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণ নেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক। প্রশিক্ষণকালে শিক্ষকরা পোশাক ভাতা বাবদ দুই হাজার টাকা এবং মাসিক তিন হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন। ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রায় ২০ হাজার প্রশিক্ষণার্থীর ডিপিএড প্রশিক্ষণ প্রায় শেষপর্যায়ে। তারা পোশাক ভাতাসহ প্রথম ছয় মাসের ভাতার অর্থ পেলেও অবশিষ্ট সময়ের ভাতার অর্থ প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। উল্লেখ্য, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত স্বাভাবিক নিয়মে প্রশিক্ষণ চলার পর করোনা মহামারীর কারণে তা বন্ধ হলেও ১ জুলাই থেকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত ক্লাস শুরু হয়। পাশাপাশি বাংলাদেশ সংসদ টেলিভিশনে সম্প্রচারিত প্রাথমিক স্তরের পাঠসমূহ পর্যবেক্ষণ করেও গাঠনিক মূল্যায়নের বিভিন্ন কাজ যেমন, প্রতিবেদন তৈরি, কেস স্টাডি, বুক রিভিউ ইত্যাদি করতে হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে চূড়ান্ত লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও ফেব্রুয়ারিতে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সেটাতেও তারা অংশগ্রহণ করেছেন। অনলাইন মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজনে মানসম্পন্ন স্মার্টফোন বা ল্যাপটপ কেনা ও ইন্টারনেট বিল প্রদান, মাসব্যাপী চূড়ান্ত পরীক্ষা এবং অন্যান্য কাজে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীদের বহু অর্থ ব্যয় করতে হয়েছে। সেই সাথে পিটিআইয়ের সংস্থাপন ব্যয় ও হোস্টেল কিংবা ভাড়া করা বাসার খরচও মেটাতে হয়েছে। আর ভাতার অর্থ না পাওয়ায় বেতনের নির্দিষ্ট টাকা থেকেই সব ব্যয় করতে হয়েছে। তা ছাড়া বেশ কিছু শিক্ষক এবং তাদের পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় আর্থিক চাপ প্রকট। সব মিলিয়ে প্রাপ্য ভাতার অর্থ না পাওয়া সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীদের জন্য আদৌ সুখবর নয়। ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীদের বকেয়া ভাতা প্রদানে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি প্রত্যাশা করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক
বনরূপা পাড়া, বান্দরবান


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের নথি তলব দুদকের প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আ’লীগের গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে : ফখরুল আশুলিয়ায় লাশ পোড়ানো সাবেক এমপি ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা আমাদের শাসক আমরা ঠিক করব ভারত নয় : ডা: শফিক প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনাকে কোর্টে যেতে ভারতীয় রাষ্ট্রদূতের পরামর্শ স্বতন্ত্র বিচার বিভাগ ও বিচারপতি নিয়োগ কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন চিঠির জবাব পেলে হাসিনাকে ফেরানোর পরবর্তী পদক্ষেপ

সকল