২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লকডাউন : করোনা নিয়ে জনগণের মতামত

-

নভেল করোনা হচ্ছে মহামারী ভাইরাস। করোনা ভাইরাসে বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। উন্নত দেশগুলো এর মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। বিশ্বের প্রতিটি দেশ ভাইরাস প্রতিরোধের জন্য লকডাউন দিচ্ছে। বিভিন্নভাবে সাহায্য দিচ্ছে দেশের সরকার। বাংলাদেশেও ভাইরাস প্রতিরোধের জন্য লকডাউন দেয়া হয়েছে, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সাধারণত মানুষ তা অমান্য করছে। ধনী লোকেরা সুস্থভাবে লকডাউন পালন করলেও দিনমজুর, হতদরিদ্র ও সাধারণ মানুষরা এই নির্দেশ অমান্য করছে। তাদের কথা- করোনায় আক্রান্ত হয়ে যে ক’দিন বেঁচে থাকব, তার জন্যও খাদ্য প্রয়োজন, আবার চিকিৎসার জন্যও অর্থ প্রয়োজন। সরকারি হাসপাতালগুলোতে হয়তো কিছু কম খরচে স্বাস্থ্যসেবা পাবো, কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে টাকার খেলা হয়। দিনমজুর মানুষের কাছে এত অর্থ নেই যে, লকডাউন চলাকালে তারা বাসায় বসে বসে খেতে পারবে। বের হলে করোনায় মারা যাবে আর বাসায় থাকলে ক্ষুধায় মারা যাবে। তাই সাধারণ মানুষ তার জীবনকে ঝুঁকিতে রেখে কাজের জন্য বাইরে যাচ্ছে। ক্ষুধা মহামারীকেও হার মানায়। পেটের ক্ষুধার জন্য ভাইরাসকে ভয় না করে দরিদ্র মানুষ অর্থ উপার্জনের জন্য বাইরে যাচ্ছে। তাদের কথা হলো- আমরা যদি কাজ না করি, তা হলে খাবো কী? আর না খেয়ে ক’দিন বেঁচে থাকা যায়? আমাদের যদি কেউ খাবারের নিশ্চয়তা দেয় যে, তিনবেলা খাবার দেবো তাহলে আমরা সুস্থভাবে লকডাউন পালন করব। তাই দেশের এমন পরিস্থিতিতে সরকার ও ধনী লোকদের গরিবদের খাদ্য জোগাতে এগিয়ে আসা উচিত। অন্যথায় এ রকম জনসচেতনতাবিহীন লকডাউনে করোনাভাইরাস সংক্রমণ রোধ করা সম্ভব নয়।
মুহাম্মদ রাব্বি
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ,
ঢাকা কলেজ


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের নথি তলব দুদকের প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আ’লীগের গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে : ফখরুল আশুলিয়ায় লাশ পোড়ানো সাবেক এমপি ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা আমাদের শাসক আমরা ঠিক করব ভারত নয় : ডা: শফিক প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনাকে কোর্টে যেতে ভারতীয় রাষ্ট্রদূতের পরামর্শ স্বতন্ত্র বিচার বিভাগ ও বিচারপতি নিয়োগ কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন চিঠির জবাব পেলে হাসিনাকে ফেরানোর পরবর্তী পদক্ষেপ

সকল