সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দিন
- ১৯ এপ্রিল ২০২১, ০১:২১
বিশ্বায়নের যুগে একটি সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা রয়েছে যেমনÑ আত্মহত্যা, শিশু-কিশোর অপরাধ, মানবাধিকারজনিত সমস্যা, ক্ষুধা ও দারিদ্র্য, সামাজিকীকরণ ও নিরাপত্তাজনিত সমস্যা ইত্যাদি। সামাজিক এসব সমস্যা সমাধানে পেশাদার সমাজকর্মীর বিকল্প নেই। একজন পেশাদার সমাজকর্মী তার বৈজ্ঞানিক গবেষণানির্ভর চিন্তা এবং সামাজিক প্রায়োগিক দক্ষতার সম্মিলনে একটি সমাজ বা সম্প্রদায়ে সৃষ্ট সমস্যা মোকাবেলায় কাজ করে থাকেন। কিন্তু আমাদের দেশে এর ঠিক বিপরীত ব্যবস্থা বিদ্যমান রয়েছে। পেশাদার সমাজকর্মীর স্বীকৃতিহীনতার কারণে আমাদের দেশে পরিপূর্ণ উন্নয়ন এবং সামাজিক সমস্যা সমাধানের পথ বিকশিত হচ্ছে না। ফলে দেশে আর্থসামাজিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। যা অর্থনৈতিক, স্বাস্থ্য, কৃষি, শিল্প উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমাদের দেশে একজন যোগ্য পেশাদার সমাজকর্মীর সামাজিক গবেষণামূলক তাত্ত্বিক বিশ্লেষণ এবং সমাজে সৃষ্ট সমস্যা নিরসনে সৃজনশীল উদ্ভাবনী উন্নয়নমূলক চিন্তাকলাপের মাধ্যমে আর্থসামাজিক ক্ষেত্রে প্রভূত উন্নয়ন ঘটানো সম্ভব। ইতিবাচক সামাজিক পরিবর্তন এবং চতুর্থ শিল্পবিপ্লবকে মাথায় রেখে আমাদের দেশে পেশাদার সমাজকর্মী নিয়োগ ও স্বীকৃতি দেয়া লাখো সমাজকর্ম স্নাতকদের সময়ের দাবি হয়ে উঠেছে।
শাহ মুনতাসির হোসেন মিহান
শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা