রাস্তা সংস্কারের আবেদন
- ১৯ এপ্রিল ২০২১, ০১:২০
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় জোংড়া ইউনিয়নে জোংড়া সংযোগ রাস্তা। ধবলগুড়ি গ্রামবাসীর এটি চলাচলের একমাত্র রাস্তা। ১০ থেকে ১২ হাজার মানুষ যাতায়াত করে এ রাস্তায়। ২০১৪ সালে রাস্তায় এ ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু ২০১৮ সালে বন্যায় নবারদ্দিরবাড়ি ব্রিজটি ভেঙে যায়। আর সংস্কার করা হয়নি। মানুষ নৌকায় পারাপার হয়।
বর্ষা শেষ হলে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় এই ব্রিজটির দুই মুখ বালু দিয়ে ভরাট করা হয়। কিন্তু ২০১৯ সালে বন্যায় ব্রিজটি আবার ভেঙে যায়। এ বছর এই এলাকার বসবাসরত ১০-১২ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বন্যার পানিতে ডুবে যায়। সেই সময় গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়ে। প্রবল স্রোতে নৌকাডুুবিও হয়, যার জন্য অনেক যান ও মালের ক্ষতি হয়েছে। এই এলাকার ব্যবসায়ীদের মালামাল বোঝাই নৌকা তলিয়ে যায়। ফলে ব্যবসায়ীরা অনেক ক্ষতির সম্মুুখীন হন।
বন্য মৌসুম কেটে গেলে স্থানীয় প্রতিনিধিরা আবার বালু দিয়ে এই ব্রিজটির মোকা ভরাট করেন। ২০২০ সালের বন্যায় নবারদ্দিরবাড়ি সেতুর মোকা বন্যার পানিতে ভেঙে যায়। আবারো সবাইকে দুর্ভোগ পোহাতে হয়েছে এবং অনেক মালামালের ক্ষতি হয়। তাই ধবলগুড়িবাসীর চলাচলের একমাত্র রাস্তাটির ব্রিজটির স্থায়ী সংস্কার চাই। স্থায়ী সমস্যা সমাধানে স্থানীয় প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি ও ১৬ লালমনিরহাট-১ এর সংসদ সদস্য আলহাজ মোতাহার হোসেন এমপির দৃষ্টি আকর্ষণ করছি। বর্ষা শুরু হওয়ার আগেই নবারদ্দিরবাড়ি ব্রিজটির সংস্কার প্রয়োজন।
শাওন হোসেন
ধবলগুড়ি, পাটগ্রাম, লালমনিরহাট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা