ইসলামী ব্যাংকের শাখা খুলুন
- ১৮ এপ্রিল ২০২১, ০১:১৩
আমরা মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাসিন্দা। এ ইউনিয়নের সর্ব দক্ষিণে প্রায় ৩৫০টি দোকানসম্পন্ন একটি জনগুরুত্বপূর্ণ বাজার ধলাই-সরুপাই। বাজারটি দু’টি উপজেলাসহ চারটি ইউনিয়নের মিলনস্থল। এ ছাড়াও রয়েছে চারটি হাইস্কুল, একটি মাদরাসা ও আশপাশের চারটি ইউনিয়নের ঘনবসতিপূর্ণ ২২টি গ্রামে প্রায় এক লাখ লোকের বসবাস। চারটি ইউনিয়নের প্রায় ২৩ শতাধিক প্রবাসী রয়েছেন। এ এলাকায় প্রবাসী ও জনবান্ধব ব্যাংক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বেশির ভাগ প্রবাসীসহ সাধারণ মানুষ ২০ কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করে জেলা শহরে ব্যাংকিং লেনদেন করে থাকেন।
জনবান্ধব সরকার প্রবাসীসহ তৃণমূল মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য যুগোপযোগী কার্যক্রমের অংশ হিসেবে তৃণমূল ব্যাংকিং সুবিধা পৌঁছে দিয়েছে। তার আলোকে এখানে ইসলামী ব্যাংকের একটি শাখা এলাকার মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। কাজেই রেমিট্যান্সযোদ্ধাসহ সাধারণ মানুষের আস্থার ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের একটি শাখা স্থাপনের পদক্ষেপ নেয়া জরুরি। অন্যথায় যেকোনো সময় প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স দুর্ঘটনার কবলে পড়তে পারে। সেই সাথে ভেঙে যেতে পারে তাদের জীবনের সব স্বপ্ন। এমতাবস্থায় ইসলামী ব্যাংকের বুথসহ একটি শাখা/উপশাখা স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
এলাকাবাসীর পক্ষে মো: আসিফ প্রামাণিক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা