২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শাসনের নামে শিশু নির্যাতন

-


দেশের বিভিন্ন মাদরাসায় একের পর এক শিশু শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে। সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারীর এক মাদরাসায় আট বছর বয়সী শিশুসন্তানের জন্মদিনে মা গিয়েছিলেন দেখা করতে। বিদায় বেলায় মায়ের পিছু নেয় ছোট্ট শিশুটি। সেই ‘অপরাধে’ শিক্ষক তখন শিশুটিকে ঘাড় ধরে মাদরাসায় ফিরিয়ে নেন, বেত দিয়ে বেদম পেটান। এ নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা দেখে যে কেউ আঁতকে উঠবে। পেটাতে পেটাতে তাকে মাটিতে ফেলে ফুটবলের মতো লাথিও মারতে থাকেন। শিশু আইন অনুযায়ী, ‘কোনো ব্যক্তি যদি তার দায়িত্বে বা পরিচর্যায় থাকা কোনো শিশুকে আঘাত, উৎপীড়ন, অবহেলা, বর্জন, অরক্ষিত অবস্থায় পরিত্যাগ, ব্যক্তিগত পরিচর্যার কাজে ব্যবহার বা অশালীনভাবে প্রদর্শন করে এবং এর ফলে ওই শিশুর যদি দুর্ভোগ হয়, শিশুর শারীরিক ক্ষতি বা মানসিক বিকৃতি ঘটে, তাহলে ওই ব্যক্তি আইনের অধীনে অপরাধ করেছেন বলে গণ্য হবে এবং ওই অপরাধের জন্য তাকে অনধিক পাঁচ বছরের কারাদণ্ড অথবা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।’ তাই সরকারের উচিত শাসনের নামে যাতে শিক্ষার্থীকে নির্যাতন করতে না পারে, সে ব্যাপারে নজরদারি বাড়ানো। যারা এসব করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বাঞ্ছনীয়।
আল-আমিন আহমেদ
শিক্ষার্থী, সরকারি কলেজ, মৌলভীবাজার

 


আরো সংবাদ



premium cement