২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টব ব্যবহারে সাবধানতা জরুরি

-

প্রতি বছর এই সময়টাতে ঝড়-বৃষ্টি কিংবা প্রবল বেগে বাতাসের আধিক্য লক্ষ করা যায়। ফলে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি ভেঙে রাস্তায় পড়ে থাকে। সাবধানতা অবলম্বন করে গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কগুলোতে চলাফেরা করতে হয়। অলিগলিতে রাস্তার সাথে গড়ে ওঠা ভবনগুলোর ছাদে কিংবা বারান্দায় রাখা ফল-ফুলের টব পথচারীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। অলিগলিতে চলাচলের সময় জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে দেখা যায় না।
সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত এ টবগুলো থেকে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। বাতাসের প্রবল বেগে বা ঝড়-বৃষ্টিতে এগুলো নিচে পড়লে যানবাহন কিংবা পথচারীদের ভয়াবহ ক্ষতি, এমনকি প্রাণনাশ পর্যন্ত ঘটাতে আরে। বিভাগীয় শহরগুলোতে বিশেষ করে রাজধানী ঢাকার শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, উত্তরা, মিরপুরে বেশির ভাগ বাসার ছাদে বা বারান্দায় ফুলের টব ব্যবহার লক্ষণীয়।
যানবাহন কিংবা সর্বসাধারণের জন্য হুমকিস্বরূপ টব ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। এ ব্যাপারে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেয়া জরুরি।
মামুন হোসেন আগুন
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা


আরো সংবাদ



premium cement