মোবাইল ফোনের অযথা ব্যবহার বন্ধ করা দরকার
- ১৬ এপ্রিল ২০২১, ০১:০৮
মোবাইল ফোন বৈজ্ঞানিকদের আবিষ্কারের এক অনন্য দৃষ্টান্ত। যা একুশ শতকের জন্য এক বড় পাওয়া। ফোনের ধরন উন্নত থেকে উন্নত পর্যায়ে পৌঁছাচ্ছে। এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সব পরিবারেই মোবাইল ফোনের ব্যবহার হচ্ছে। এই যন্ত্রটি স্বল্পমূল্যেও পাওয়া যায়। আবার বেশি দামের স্মার্টফোনও আছে। ভবিষ্যতেও এর ব্যবহার আরো বৃদ্ধি পাবে। তবে শিশুরা এই প্রযুক্তির দিকে বেশি ঝুঁঁকে পড়ছে যা কি না তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। তারা পড়াশোনার দিক থেকে বিমুখ হয়ে যাচ্ছে, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে, অনলাইন গেমস, ইন্টারনেট, ফেসবুক যেন তাদের নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তো করোনাভাইরাসের জন্য সবাইকে ঘরেই অবস্থান করতে হচ্ছে, এর জন্য আরো তারা ফোনের দিকে বেশি ঝুঁকে পড়ছে। ফোনের জন্য শিশুরা সময়মতো ঘুম, খাওয়া-দাওয়া, গোসল করে না যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। যুক্তরাজ্যের চক্ষু বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, মুঠোফোনের অতিরিক্ত ব্যবহারে দৃষ্টি বৈকল্য সৃষ্টি হতে পারে। আমাদের শিশুকিশোরদের দিকে নজর রাখতে হবে যাতে তারা এই প্রযুক্তির দিকে বেশি ঝুঁকে পড়তে না পারে, এর জন্য পরিবারের বয়োজ্যেষ্ঠ সবাইকে সচেতন থাকতে হবে।
প্রসেনজিৎ কুমার রোহিত
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা