‘আধুনিক প্রশাসন গড়ার কারিগর’
- ০৩ এপ্রিল ২০২১, ০০:০০
২৩ ফেব্রুয়ারি ২০২১ সালে একটি দৈনিকে আধুনিক প্রশাসন গড়ার কারিগর মরহুম এইচ টি ইমামের কর্মজীবনের বৃত্তান্ত তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে রাঙ্গামাটিতে ১৯৭১ সালের এপ্রিল মাস পর্যন্ত জেলা প্রশাসক ছিলেন তিনি। তার কর্মজীবনের বৃত্তান্তে রাঙ্গামাটির জেলা প্রশাসকের পদবি বিষয়ে ওই দৈনিকে উল্লেখ করা হয়েছে।
প্রবীণতম সিএসপি অফিসার থাকলেও মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান তিনি। পাকিস্তান আমলের সিনিয়র সিএসপি অফিসার এ কে এম আহসান, এম কেরামত আলী, কফিল উদ্দিন মাহমুদ, সানাউল হক, আবুল এহসানের চেয়ে জুনিয়র সিএসপি অফিসার হলেও তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। ১৯৭৫ সালের ১৭ আগস্ট সরকারি চাকরি থেকে এইচ টি ইমামকে অব্যাহতি দেয়া হয়। আলোচ্য দৈনিকের সাক্ষাৎকারে ১৯৭৫ সালের ২৭ আগস্ট ইমামের চাকরিচ্যুতির কথা উল্লেখ করা হয়েছে।
এম এ জলিল
ঢাকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা