বিনা নোটিশে বাড়ি ভাঙা
- ২৮ মার্চ ২০২১, ০২:২৮
যোগাযোগ ও সেতুমন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলাধীন মহিলা কলেজ রোডের বাসিন্দা। ১৪.০২.২১ তারিখে হঠাৎ পৌরসভার লোকজন ‘ভেকু’ নিয়ে এসে আমাদের রাস্তার দু’পাশের ঘর দুয়ার এবং শৌচাগার ভেঙে ফেলে। আমরা বাধা দেয়ায় মারধর করার জন্য এগিয়ে আসে। বৃদ্ধলোকদের গলাধাক্কা দিয়ে ফেলে দেয়। আমরা মহিলাসহ ১০-১২ জন থানায় অভিযোগপত্র দেই। তারা বিভিন্ন অজুহাত দেখায় এবং অভিযোগ এন্ট্রি করেনি। আগে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ৩০ জনের স্বাক্ষরিত একটি দরখাস্ত প্রদান করি। আমরা দরখাস্ত উল্লেখ করেছি, এই বাড়ি ও বাড়িগুলোর জায়গা অনেক দামে ক্রয়কৃত। এক শতক জায়গার দাম বিশ লাখ টাকা। দশ ফুট রাস্তা আছে। মানচিত্রে আছে আট ফুট। সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সী সাহেবের পরামর্শে আমরা দুই পাশে দিয়া এক ফুট করে ছেড়েছি। ড্রেন করার জন্য। তারা চৌদ্দ ফুটের রাস্তায় অর্থাৎ ১০ ফুট রাস্তা এবং চার ফুট ড্রেন করার টেন্ডার করেছে। এর প্রতিবাদ জানিয়েছি। ঠিকাদারের স্বার্থের এই পরিবেশের সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ক্ষমতায় আছি বলে জনগণ সেবা পাচ্ছে। তার কাছে জোর দাবি রইল, আপনি সরেজমিন দেখে, তা প্রত্যক্ষ করে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করুন। না হয় অনেকের দুই ফুটের জন্য বাকি জায়গাটিতে ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ অসম্ভব হয়ে পড়বে।
আমরা যদি চার ফুট করে ছাড়ি, তা হলে তারা আমাদের চার ফুট করে দিক। নির্বাহী কর্মকর্তা এ কথাকে কোনো পাত্তা দেননি।
মহিলা কলেজ রোডের দুই পাশের বাসিন্দার পক্ষে
মো: রেজাউল করিম
দেবিদ্বার, কুমিল্লা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা