আর নয় তামাশা
- ১০ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০
সম্প্রতি দৈনিক নয়া দিগন্তে সামুন ভূঁইয়ার লেখার শিরোনাম নির্বাচন না তামাশা। লেখাটিতে বাংলাদেশের নেতা নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর যে ব্যবস্থা তাই ফুটে উঠেছে। দেশটা স্বাধীন হয়েছিল নিরঙ্কুশ গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে। কিন্তু হচ্ছেটা কী? দেশের ৪২ জন প্রথম শ্রেণীর বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশন ও মহামান্য রাষ্ট্রপতি সমীপে অভিযোগ দাখিল করলেন। সে ব্যাপারে কি হলো না জানতে পারলেও সরকারের পক্ষ হতে কথা এলো, ওই ৪২ জনই ‘বিএনপি ঘরানা’র লোক। শিরোনাম চট্টগ্রামে নির্বাচনী সহিংসতা : আওয়ামী লীগের আন্তঃকোন্দলে দুই খুনে জড়িত তিনজন গ্রেফতার, সিরাজগঞ্জে বিএনপি কমিশনার প্রার্থী তরিকুল ইসলাম খুন।’ এসবকে কী বলে ব্যাখ্যা দেয়া হবে?
সর্বোপরি, আওয়ামী লীগের একজন উল্লেখযোগ্য নেতা, আব্দুল কাদের মির্জা সাহেবের বাজার গরম করা ও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া কথাগুলোকে কিভাবে উড়িয়ে দিবেন? কারণ, তার বক্তব্যের পর দলের হাইকমান্ড হতে তার বক্তব্যকে ‘অসার’ বলে কোনো শক্ত বক্তব্য চোখে পড়েনি। ক্ষমতাসীনদের বক্তব্য হলো উন্নয়নের জন্য আমাদের জনপ্রিয়তা বাড়ছে এবং উন্নয়নের ধারাবাহিকতা রাখার লক্ষ্যে ‘তাদের’কে ক্ষমতায় দেখতে চায় জনগণ। তাহলে, ভোট চোর, ভোট ডাকাত, গণতন্ত্র হত্যাকারী ইত্যাদি পদবি হতে নিষ্কৃতির লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ের কর্মী- সমর্থকদের মুখ বাঁচানোর জন্যই স্বচ্ছ নিরপেক্ষ প্রশ্নমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে আপত্তির কারণ থাকতে পারে না। দেশবাসী এবং বিশ্ববাসী তখন দেখে নিতে পারবে সরকারের জনপ্রিয়তাও গ্রহণযোগ্যতা।
কাজী মো: গোলজার হোসেন
ইসলামপুর, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা