বুড়ি রাস্তায় ঘুমায়!
- ১০ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০
ঢাকার প্রাণকেন্দ্রের এক অংশ সবুজবাগ থানা। এর পূর্বপাশে একটি খেলার মাঠ। ‘বাসাবো খেলার মাঠ’ নামে পরিচিত। মাঠের পূর্বপাশে মেইন রোডের মুখে বুড়ির পলিথিনের ঘর। স্বামী নেই, ভাই নেই, সন্তান নেই। একটি বিড়াল নিয়ে তার সংসার। ইচ্ছা হলে বিড়ালের সাথে কথা বলেন এবং প্রাণটি শান্ত করেন। কোনো গাড়ি যেতে হলে খুব সাবধানে চালক চালিয়ে যান। কারণ ঘর ভেঙে গেলে, বুড়ি যাবেন কোথায়? সবচেয়ে দুর্ভোগ তখনই হয়, যখন প্রাকৃতিক প্রয়োজন পড়ে। তার ঘরের আশপাশে কোনো টয়লেট নেই। গত ১৯ জানুয়ারি দৈনিক পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, সরকারের উদ্যোগে ভূমিহীনদের ঘরবাড়ি দেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাই বিনীত নিবেদন, অনুগ্রহ করে একবার বাসাবো এসে নিজ চোখে দেখে যান, ৬৫-৭০ বছরের অসহায় বুড়ি কিভাবে জীবন-যাপন করছেন।
দৈনিক পত্রিকার সাংবাদিক বন্ধুদের প্রতি আমার বিনীত অনুরোধ, একবারের জন্য হলেও বাসাবো খেলার মাঠে আসুন এবং দেখে যান, বুড়ি কত দুর্ভোগে আছেন! ইনশাআল্লাহ আপনাদের শ্রম বিফলে যাবে না।
মোহাম্মদ খলিলুর রহমান
বাসাবো খেলার মাঠ, সবুজবাগ, ঢাকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা