২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ইএফটি’ যেন হয়রানির হাতিয়ার না হয়

-


‘ইএফটি’ চালু হওয়ার সংবাদে শিক্ষক-কর্মচারীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। কিন্তু তথ্য হালনাগাদ নিয়ে কারো কারো উৎকণ্ঠা ও উদ্বেগ রয়েছে। অনেক শিক্ষক-কর্মচারীর শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র এবং এমপিও শিটে নামের বানানে পার্থক্য পরিলক্ষিত হয়। মনে হয়, সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর বেশির ভাগের ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়েছে। বেশির ভাগ এমপিও শিটে নামের বানান ভুল। এমপিওভুক্তির সময় নির্ধারিত ফরমে নামের বাংলা ও ইংরেজি বানান স্পষ্ট করে লিখে দিলেও এমপিও শিটে ইংরেজি বানানে দু-একটি অক্ষর এ দিক-সে দিক হয়ে আছে। ছোট মো: বড় মোহাম্মদ, আবার কারো গউ এর পরে আছে কারো নেই, অনেকের নামের 'ত' এর স্থলে ‘ঔ কিংবা ‘এ’ হয়েছে। আবার কারো ‘ট’-র জায়গায় ‘ঙ কিংবা ‘ও’-র জায়গায় ‘ঊ হয়েছে। এভাবে লাখের বেশি শিক্ষক-কর্মচারীর নামের বানানে এ জাতীয় ভুল রয়েছে। কারো কারো শিক্ষা সনদ আর এমপিও শিটে কোনো ভুল না থাকলেও আইডি কার্ডের নামের বানানে বেমিল আছে। এ রকম অসংখ্য শিক্ষক-কর্মচারীর শিক্ষা সনদ, এমপিও শিট ও আইডি কার্ডের নামের বানানের ভিন্নতার কারণে ‘ইএফটি’ কার্যক্রম বিঘিœত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেসরকারি শিক্ষকসমাজ ‘ইএফটি’কে স্বাগত জানিয়েছেন। কিন্তু নামের বানানে ভিন্নতার কারণে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে সমস্যা হবে বলে তারা আশঙ্কা করছেন। এই কারণে ইএফটি প্রক্রিয়াটি যেন বাতিল কিংবা বন্ধ না হয়, সেটি আমরা চাই। এমপিও শিট সহজ পদ্ধতিতে সংশোধনের সুযোগ দেয়া দরকার। এ ক্ষেত্রে একজন শিক্ষক কিংবা একজন কর্মচারী তার সবগুলো ডকুমেন্ট সংশোধন করা সময় সাপেক্ষ একটি জটিল কাজ। তাই সহজ উপায়ে এগুলো সমাধানের একটি পন্থা বের করা উচিত, যাতে দ্রুত তা করে ইএফটি চালু করা সম্ভব হয়। আমরা চাই, বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ ইএফটির মাধ্যমে বেতন পাওয়ার সুযোগ যেন পান। কিন্তু সেটি পেতে গিয়ে তাদের যেন হয়রানির শিকার হতে না হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এখানে একটি বিষয় উল্লেখ করছিÑ একজন শিক্ষকের এমপিও শিটে তার নম্বর ৩৩৪৭ এর পরিবর্তে যে গঅ-১১/৮৪ আসে তা সংশোধন করতে মহাপরিচালক, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরে ২০ এপ্রিল ২০১৫ সালে আবেদন জমা দেয়া হয়েছিল। তার গ্রহণ নম্বর ২২৬০। কিন্তু আজ পর্যন্ত তা সংশোধন করা হয়নি। এর মধ্যে ৫ বছর অতিবাহিত হয়েছে, জানিনা তা সংশোধন হবে কি না। অন্য দিকে যে শিক্ষকের এমপিও শিটে ভুল আছে, তাকে তার অধ্যক্ষ ২১/০১/২০২১ তারিখে চিঠি দিয়েছেন যে, আপনার এমপিও শিটে ভুল থাকায় জানুয়ারি ২০২১ সালের বেতন দেয়া সম্ভব হবে না। বিষয়টি কর্তৃপক্ষ ভেবে দেখবেন কি? এভাবে বহু শিক্ষকের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে।
মো: আবদুর রহমান
উপাধ্যক্ষ রোকনউদ্দীন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ

 


আরো সংবাদ



premium cement
মির্জাপুরে যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি উদ্ধার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ জামায়াতের কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ভান্ডারিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা ইরানের কাছে ৩০০ বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করল সিরিয়ার নতুন সরকার সচিবালয়ে আগুন : ক্ষয়ক্ষতি নিরূপণে ৩ মন্ত্রণালয়ের কমিটি নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে

সকল