২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভোলা-বরিশাল সেতুর স্থান

-

অসংখ্য নদীনালার এলাকা বরিশাল বিভাগ। ধান, নদী, খালÑ এই তিনে বরিশাল। ভোলা একটি বদ্বীপ। পূর্ব পাশে মেঘনা এবং পশ্চিম পাশে তেঁতুলিয়া নদী। গত ০৯/১০/২০২০ নয়া দিগন্তে ভোলা-বরিশাল সেতুর পরিকল্পনার সংবাদটি প্রকাশিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে এ পরিকল্পনার জন্য আন্তরিক ধন্যবাদ। ভোলা-বরিশাল সেতুর স্থান নির্ধারণ ও অর্থের ব্যাপারে কিছু কথা। মাননীয় প্রধানমন্ত্রী যদি সেতুর স্থান পরিবর্তন করেন, তাহলে এ অর্থ দিয়ে আরো তিনটি সেতু করা যাবে এবং সমগ্র এলাকা উপকৃত হবে। ভোলার তেঁতুলিয়া নদীর ওপর লালমোহন থানার নাজিরপুর এবং পটুয়াখালীর বাউফলের শৌলা দিয়ে প্রথম সেতু; দ্বিতীয় সেতু কারখানা নদীর ওপর বাউফলের ধলাপাড়া ও বাকেরগঞ্জের বাদশালা দিয়ে। এলাকাটি ভোলা-বরিশাল সড়কের কাছেই। এ দু’টি সেতুর পাশ দিয়ে রেল সেতু থাকা উচিত।
পটুয়াখালী শহরের পশ্চিম পাশে পায়রা নদীর ওপর দিয়ে সেতু স্থাপনের সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছে। বরগুনার বেতাগী থানার পশ্চিম পাশে কচা নদীর ওপর দিয়ে সেতু স্থাপনের কথা আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে বলা হয়েছে, সেটা করা যায়। পদ্মা সেতুর মতো এ দু’টি স্থানে রেল সেতু থাকবে। সর্বোপরি ভোলার পূর্ব পাশে মেঘনা নদীর ওপরে সেতু করলে চট্টগ্রাম-খুলনা হাইওয়ে সড়ক স্থাপন সহজ হবে। এর সাথে পদ্মা সেতুর মতো রেল সেতু স্থাপন করলে, চট্টগ্রামের সাথে খুলনার যোগাযোগ সহজ হবে বৈ কি।
মাননীয় প্রধানমন্ত্রী সমীপে আবেদন, ভোলা-বরিশাল সেতুর স্থান পুনর্নির্ধারণ করে পূর্ব-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের জনগণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আপনার সুদৃষ্টি কামনা করছি।
এ এস এম বেলায়েত হোসাইন
প্রধান আদিব (আরবি বিভাগ)
দুর্বাটি এম ইউ কামিল মাদরাসা, গাজীপুর


আরো সংবাদ



premium cement
আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট

সকল