২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

একই সাথে পাঁচটি চাকরি

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯৮ সালে চাকরিতে যোগ দিয়ে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি ছিলাম। তিনি বলেছেন, ‘সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি।’ তারই সৈনিক সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম নাসিমের নির্দেশে আমাদের এলাকাতে পোস্ট অফিস স্থাপিত হয়। সাবেক মন্ত্রী ও রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের নির্দেশে ব্রিজ নির্মাণ করা হয়। পাঁচটি গ্রাম নিয়ে ওই পোস্ট অফিস। ওই পোস্ট মাস্টার বাড়ির জামে মসজিদের খতিব। তিনি ইবতেদায়ি মাদরাসার প্রিন্সিপাল, পোস্ট মাস্টার এবং কামিল মাদরাসার মরহুম প্রিন্সিপালের সন্তান। কাজির ক্লার্ক মাদরাসার নিচে বসে সুদের টাকা লাগানোর দায়ে তার চাকরি যায়। এ জন্য গত ১১ অক্টোবর এবং ২৩ জুলাই ১৯১৯ সালে অঙ্গীকারনামা দেয়। এ ব্যাপারে গত ১১ অক্টোবর ডাক ও তার মন্ত্রীর কাছে জরুরি চিঠি দেয়ার পরও কোনো সুরাহা হয়নি। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ওই পোস্ট অফিসের রানারের যক্ষ্মা থাকায় অচল হয়ে যায়। স্থানীয় কোনো কোনো মাদরাসা, অনেক ছাত্র কাউকে সালাম দেয় না। আবু বকর রা:-এর আগে কেউ সালাম দিতে পারত না। রাসূল সা: কবরের পাশে শুয়ে আছেন আবু বকর রা: ও ওমর রা:। এ লেখা গিবতের জন্য নয়, সংশোধনের জন্য। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে, বিচারকরত জনগণকে বাঁচান। সৈয়দ মোহাম্মদ ইসমাইল আমিশাপাড়া, সোনাইমুড়ি, নোয়াখালী


আরো সংবাদ



premium cement