নিয়োগ বাতিল করার আবেদন
- ২৯ জানুয়ারি ২০২১, ০১:২০
বরিশালস্থ সরকারি বালিকা বিদ্যালয়ে সম্প্রতি উজিরপুর উপজেলার রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী ও আয়া পদে (প্রতি পদে একজন) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে উজিরপুর বানারীপাড়ার এমপি, একজন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জনৈক ইউপি মেম্বার তাদের সমর্থক লোকজন নিয়ে সারাদিন উপস্থিত থাকেন। কিন্তু এরা কেউই নিয়োগ কমিটির সাথে সম্পৃক্ত নন। তারা প্রভাব খাটিয়ে এবং লেনদেনের মাধ্যমে পছন্দকৃত প্রার্থী নিয়োগ দেয়ার সুপারিশ করতে কমিটিকে বাধ্য করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। আরো অভিযোগ উঠেছে, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ অন্যায় কাজে সম্পূর্ণভাবে জড়িত। তিনিই নাকি উপরোক্ত ব্যক্তিদের উপস্থিত করেছেন। ওই নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বাভাবিক হয়নি এবং আবেদনকারী প্রার্থীরা তাদের মেধা মূল্যায়নের সুযোগ পাননি।
ফলে ওই নিয়োগ ‘বাতিলযোগ্য’ বলে মনে করা হয়েছে। ওই অন্যায় নিয়োগ বাতিল করে স্বচ্ছ ও ন্যায্যভাবে পুনরায় পরীক্ষা নেয়ার জন্য আবেদন জানাচ্ছি মাধ্যমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালকের কাছে।
সুশীল রায়
রামেরকাঠী, উজিরপুর, বরিশাল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা