মাননীয় প্রধানমন্ত্রী সমীপে
- ১৬ জানুয়ারি ২০২১, ০০:৩৬
যে কথাটি বলা খুব প্রয়োজন, আপনি তা সম্যকভাবে জানেন। ’৭২-’৭৩ সালের দিকে দেখেছিলাম, দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে আগুন। এমন অবস্থা চলছে বর্তমানেও। প্রায় দিন শুনছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগছে। অনেকে বলছেন, অতীতের আগুন লাগার সাথে মিল রয়েছে। এটি বিশেষ কোনো রাষ্ট্রের কাজ হতে পারে। তারা চায় দেশটিকে অর্থনীতিতে পঙ্গু করে তাদের করতলে নিয়ে আসতে। তারা বাংলাদেশকে ছাড়বে কোন কারণে? কেন আমরা বন্ধু, শত্রু চিনি না? রাজনীতি করতে হয় শত্রু-বন্ধু মেনে।
’৭১-এ আমাদের সাহায্য করার পেছনে স্বার্থ কম ছিল না। কোনো দেশকে জয় করতে হলে তার হাত ভেঙে দিতে হয় এবং জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে হবে। আমাদের করোনা টিকা পাওয়া জরুরি। চীনের টিকা আমরা পাইনি? চাল ও পেঁয়াজের আকালে তা বন্ধ করে দেয়া হয় কেন? এর পরও কি বলা যায় ‘তারা’ আমাদের বন্ধু?
কাজী শামসুল আলম
ধাপ, রংপুর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা