গ্রামেও মাস্ক চালু করতে হবে
- ০৯ জানুয়ারি ২০২১, ০০:৪৮
অনেক বিশেষজ্ঞরা মনে করেন কোভিড-১৯ করোনা মহামারী দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ আঘাত হানছে। ইতোমধ্যে আমেরিকা ও ইউরোপীয় অনেক দেশে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে যার কারণে কিছু দেশ আংশিক লকডাউনে, আবার কিছু দেশ পুরো লকডাউনে। বাংলাদেশে এত দিন করোনার সংক্রমণ কম থাকলেও শীতে হঠাৎ তা যেন জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। তার সরকার দেশে ‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যবস্থা চালু করেছে যা সত্যিই প্রশংসার দাবিদার। তবে এটি শহর, জেলা, উপজেলা, পৌরসভায় চালু থাকলেও, নেই দেশের প্রান্তিক গ্রামাঞ্চলে। এ কারণে মহামারীর ভয়াবহতা বাড়তে পারে। গ্রামে নেই তেমন সচেতনতা, নেই মাস্কের ব্যবহার, নিয়ম মেনে হাত ধোয়ার ইচ্ছা, সামাজিক দূরত্ব বজায় রাখা। গ্রামের লোকজনদের উদাসীনতা দেখলে মনে হয়, করোনা নির্মূল হয়ে গেছে এবং তাদের ধারণা কেবল বড় শহরগুলোতে এটি ছড়ায়। তাই গ্রামাঞ্চলেও মাস্কের ব্যবহার বাড়াতে প্রচার করতে হবে এবং গ্রামের জনপ্রতিনিধি, সুশীল সমাজ, তরুণরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলেকে এগিয়ে আসতে হবে।
মুহা: আবদিম মুনিব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা