২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হিজড়াদের উৎপাত

-

গ্রামাঞ্চলেও হিজড়াদের উৎপাত বেড়ে গেছে। বগুড়া জেলার গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামে কয়েক দিন ধরে হিজড়াদের উৎপাত ক্রমেই বেড়ে চলেছে। দেখা যায়, তারা মোটা অঙ্কের টাকা ও অনেক বেশি চালের আবদার করে, যা বন্যাকবলিত এলাকা থেকে দেয়া মোটেও সম্ভব নয়। তারা পরিবারের ছোট শিশুদের নিয়েও টানাটানি করে। আমার এক আত্মীয়ের বাসায় হিজড়ারা আসে এবং দুই হাজার ২০০ টাকাসহ ১০ কেজি চালের কথা বলে। তাদের চাওয়া এত বেশি যে, করোনাকালে আর্থিক দুরবস্থার লোকের জন্য তা পূরণ করা অসম্ভব। হিজড়াদের দেখে এক ভাই নিরাপত্তার কথা ভেবে তার ছোট মেয়েকে নিয়ে অন্য জায়গায় দৌড় দেয়। হয়ে গেল সমস্যা!
কারণ হিজড়ারা বলছে, ভাইকে তাদের পা ধরাবে। সে কেন দৌড় দিলো? তারা ফোন করে অন্য হিজড়াদের ডেকে আনে। শুরু হলো তুমুল ঝগড়া। শুধু তাই নয়, কাউকে কিছু না বলে স্বেচ্ছায় তারা রুমে ঢুুকে অন্য শিশুকে হাতে নিয়ে আর দিতে চায় না। শিশুটি ভয়ে চিৎকার দেয়; তা-ও তাদের হৃদয় কোমল হয় না। ওরা বলে আগে টাকা দে, তারপর সন্তান পাবি। শুরু হলো কথাকাটাকাটি। যা টাকা ও চাল দেয়া হয়েছিল তা তাদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু হিজড়াদের জেদ, তারা পুরো টাকাই নেবে। অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। পরে প্রায় মারামারি সৃষ্টি হয়। কেউ যদি তাদের দেখে দরজা বন্ধ করে দেয়, তবে গালিগালাজের পাশাপাশি বেড়া কেটে দেয় কাঁচি দিয়ে। কোনো ভ্যানচালক তাদের ভ্যানে না নিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গ্রামাঞ্চলের মানুষ আতঙ্কে থাকে। তাই হিজড়াদের কাছ থেকে বাঁচতে চায় নিরীহ মানুষজন।
মাহমুদা টুম্পা
কালাইহাটা, গাবতলী, বগুড়া


আরো সংবাদ



premium cement
শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ভান্ডারিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা ইরানের কাছে ৩০০ বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করল সিরিয়ার নতুন সরকার সচিবালয়ে আগুন : ক্ষয়ক্ষতি নিরূপণে ৩ মন্ত্রণালয়ের কমিটি নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াত সেক্রেটারি আহত কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল

সকল