দেশজুড়ে এসব কী হচ্ছে!
- ২৬ ডিসেম্বর ২০২০, ০০:৩১
গত ৩ অক্টোবর নয়া দিগন্তের একটি শিরোনাম ‘নারীর ক্ষমতায়নে অর্জিত সাফল্য ব্যর্থ হতে দেবো না’- প্রধানমন্ত্রী । বিষয়টি অবশ্যই নারীদের জন্য কল্যাণকর। বর্তমান দুর্নীতি, খুন-গুম, লুটপাট, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি এমনকি সেবামূলক প্রতিষ্ঠান হাসপাতালে কেলেঙ্কারি। সর্বোপরি নারী অপহরণ, সে দুগ্ধপোষা থেকে শুরু করে ৭০ বছরের দাদী-নানীর কোনো বাছবিচার নেই, তাদেরকে হত্যা ও ধর্ষণ চলছে। এমন ধর্ষণের মহামারীতে সন্ত্রস্ত সবাই। কবর ছাড়া মনে হয়, আর কোনো নিরাপদ স্থান নেই।
প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেত্রী, নির্বাচিত মহিলা এমপি, সংরক্ষিত আসনের মহিলা এমপি, স্বাস্থ্য, শিক্ষা আইন-বিচার, মানবাধিকার এমনকি প্রশাসনে পর্যন্ত নারীর ক্ষমতায়ন সত্ত্বেও গোটা দেশে মায়ের জাতির তথা তাদের ইজ্জত আব্রু, সতীত্ব, নারীত্ব ও মাতৃত্বের ওপর চলছে যেন নির্মম লোহার মই। সবচেয়ে বড় বিস্ময়, লজ্জা এবং হতাশার বিষয় দেশের জান-মাল, ইজ্জত-আব্রু, সহায় সম্বল রক্ষার ওয়াদায় যারা শপথপ্রাপ্ত, সেসব দলের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ এমনকি এমপি, ‘মন্ত্রী লীগে’র সম্পৃক্ততা পর্যন্ত প্রকাশ হয়ে পড়ছে। জাতির আশ্রয় সহসাই যেন হারিয়ে যাচ্ছে। এটাই কি ‘সোনার বাংলা’র স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ? স্বাধীনতাযুদ্ধের সময় হানাদার পশুবাহিনী কর্তৃক জ্বালাও, পোড়াও, লুটপাট, হত্যা-ধষর্ণের তাণ্ডব বয়ে গেছে এ নিরীহ জাতির ওপর দিয়ে। তারা তো বিদেশী, ওরা শক্র, ওরা ঘাতক। কিন্তু এখনকার পরিস্থিতি? ক্ষমতাসীনদের কাছে দেশবাসীর চাওয়া-পাওয়া বিরাট নয়। যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান, যাতে ন্যূনতম ডাল-ভাতের নিশ্চয়তা থাকে; দেশে নিরাপদ বিচরণ এবং জানমাল ও মা-মেয়ে, বধূর সতীত্ব- নারীত্বের মর্যাদা রক্ষাসহ মাথা গোঁজার নিরাপদ আশ্রয়। এর নিশ্চয়তা পেলেই জনগণ পাবে নারীর প্রকৃত ক্ষমতায়নের স্বাদ।
কাজী মো: গোলজার হোসেন
ইসলামপুর, মিঠাপুকুর, রংপুর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা