২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রধানমন্ত্রী সমীপে

-

মাননীয় প্রধানমন্ত্রী, কওমি মাদরাসার জন্য স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় চালু করে যে লক্ষ কোটি হৃদয়ে শান্তিকামীর অভিন্ন প্লাটফর্ম আপনি তৈরি করেছেন আপনার কাছে বিনীত আবেদন পেশ করছি। গত ৪১ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারটি বিষয় বৃদ্ধি পেয়ে ৩৪টি বিভাগ হলেও ইসলামী শিক্ষা বিভাগের অধীনে এখনো তিনটি বিষয় বর্তমান এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোতে অন্যান্য বিষয় যুক্ত হলেও ইসলামী অনুষদ প্রবর্তিত হচ্ছে না। সম্প্রতি দশম শ্রেণী পর্যন্ত একমুখী শিক্ষার প্রবর্তনের খবর প্রকাশিত হয়েছে। এসএসসির ফাইনাল পরীক্ষা যে পাঁচ বিষয়ে হবে এর মধ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা থাকবে না, দশম শ্রেণীর পাবলিক পরীক্ষা থাকবে না এবং ‘প্রাক-প্রাথমিক’ থাকবে দুই বছর মেয়াদি, উচ্চ মাধ্যমিক থেকে শাখা বিভাজন করা হবে; পরিস্থিতে আগামী প্রজন্ম যদি ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হয় তবে তা হবে জাতির জন্য চরম সঙ্কটের। এটা জাতির অস্তিত্বের প্রশ্ন।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ইসলাম ও নৈতিক শিক্ষার বিষয়কে শরিয়তের আহকাম ও আরকানসহ সংযোজিত করে আগামী প্রজন্মকে দ্বীন সম্পর্কে বিশ্লেষাণাত্বক জ্ঞানার্জনের পথ উন্মুক্ত করে ইসলাম শিক্ষাকে স্নাতক পাস ও স্নাতকোত্তর পর্যায়ে অধিভুক্তির রুদ্ধদ্বার মুক্ত করার বিনীত আবেদন রইল প্রধানমন্ত্রীর কাছে!
উম্মে হানি বিনতে আবদুর রহমান
শিক্ষার্থী, আরবি বিশ্ববিদ্যালয় গাজীপুর, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
ঁসসবযড়হবু৯৪০@মসধরষ.পড়স


আরো সংবাদ



premium cement