প্রাণে বাঁচতে দিন
- ১৫ ডিসেম্বর ২০২০, ০০:০০
পর্বততুল্য ফ্রান্স, আমেরিকা ও ভারতসহ বেশ ক’টি দেশ মুসলমানদের কি পিঁপড়ার মতো পিষে মারতে চায়? রাষ্ট্রগুলো যেন অপবাদ আর হীনস্বার্থ চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছে। তাই ছলে-বলে-কৌশলে প্রতিপক্ষকে ফাঁদে ফেলতে চায়। ওরা কূটকৌশলে মাত্র একজনের কারণে এক বিলিয়ন মুসলমানকে দোষারোপ করে এবং যত্রতত্র নির্যাতন চালায়। আর এগুলো যে যুক্তিহীন, ওরা তা বুঝতে চায় না।
অনেক পণ্ডিত অমুসলিম নিজেদের ধর্মে সারবত্তা আছে বলে খুঁজে পান না। এমন লোকের সংখ্যাও কম নয়। এ ছাড়া উগ্রপন্থী অনেক মিলে পৃথিবীতে বিভ্রান্ত ও পথচ্যুত লোকের সংখ্যা বহু বিলিয়ন। তাই সাচ্চা মুসলমান কিংবা মুসলমান নামধারী যারা, তাদের প্রতি হিংসাটা বড় বেশি। এটাই স্বাভাবিক যদিও অসঙ্গত। বলছি যে, তোমরা মুসলমানদের প্রাণে বাঁচতে দাও। খেতে দাও। পরতে দাও। একদিন মরতে হবে সবাইকে। নবী মুহাম্মদ সা:-এর সুপারিশ ছাড়া মুক্তি মিলবে না। সৎ হতে চেষ্টা করো।
মো: রফিকুল ইসলাম, লালমাই, কুমিল্লা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা