সরকারের ভালো উদ্যোগ
- ১২ ডিসেম্বর ২০২০, ০০:০২
নভেম্বর ১১ সংখ্যা ‘নয়া দিগন্ত’ দৈনিকের প্রধান সম্পাদকীয় ‘জমির নামজারিতে নতুন সিদ্ধান্ত : সাফল্য নির্ভর করছে প্রয়োগে’ ভালো লেগেছে খুব। বিশেষ করে উল্লেখযোগ্য: ‘... একটি প্রবণতা লক্ষণীয়, সরকারের তরফ থেকে দেশে প্রতিনিয়ত ভালো আইন করা হয় এবং জনবান্ধব সিদ্ধান্ত গৃহীত হয়; কিন্তু প্রয়োগ এবং বাস্তবায়ন হয় না বললেই চলে। ফলে যত জনবান্ধবই হোক না কেন, প্রণীত আইন এবং সিদ্ধান্ত থেকে নাগরিকরা সুফল পান না। অবস্থা এমন যে, কাজির গরু কেতাবে পান, গোয়ালে নেই।’
এ দেশে যারা ক্ষমতাসীন হয়েছেন, সবারই কথাবার্তা ও আচরণে ‘প্রচণ্ড’ দেশপ্রেম, অকৃত্রিম মানবতা এবং কঠোর দায়িত্ববোধ প্রদর্শিত হলেও কার্যক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং আইনের অপপ্রয়োগের মাধ্যমে আখের গোছানোতে ব্যস্ত সবাই। ফলে আইনের শাসনের পরিবর্তে ‘শাসনের আইন’ জনসাধারণকে স্টিমরোলার হয়ে চেপে মেরেছে সর্বদা। জমির নামজারির হয়রানি দূরীকরণ এবং দখল-জবরদখলের অনাহুত ঘটনা প্রতিরোধে সরকারের গৃহীত উদ্যোগটি সার্থকভাবে কার্যকর হলে নিরীহ মানুষ নিঃসন্দেহে হাঁফ ছেড়ে বাঁচবেন।
মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ
বারইয়ারহাট, মীরসরাই, চট্টগ্রাম
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা