পরের ভালো চাইতে হবে
- ০৮ ডিসেম্বর ২০২০, ০০:৫৩
জোরজুলুম করা যাদের বদঅভ্যাস তারাও আজ পরের ভালো খোঁজে। প্রয়োজনে শহীদ হওয়ার কথাও বলে, যা হাস্যকর। যেমন অনেকে ব্যঙ্গ করে বলেÑ দেশের জন্য রক্ত দেবো, তবে আমার নয়Ñ মশার রক্ত। তারা সরকারের অনেক পতিত জায়গা নিজেরা ভোগ করে, কিন্তু সেখানে নলকূপ, ল্যাট্রিন ও পয়ঃপ্রণালী বা ছোট দোকান বসালেও ওদের গায়ে যেন আগুন লাগে। নিজেরা ভোগ করলে এবং ঠগবাজি করে জিতে গেলে এটাই বুঝি ‘ভালো’। এটাতেই ওরা গর্ববোধ করে। সমাজের যারা দেশের, দশের ও গরিব মানুষের দুঃখ নিয়ে ভাবেন, তাদের এ বিষদাঁত ভেঙে দিতে এগিয়ে আসতে অনুরোধ করছি।
ধর্ষণ সমাজের মরণব্যাধি এবং অত্যাচার আর অবিচার, জোরজুলুম এবং নিজেদের আখের গোছাতে কুবুদ্ধি ও পেরেশানিতে ফেলে দেয়া মূলত বেয়াদবদের নিত্যদিনের কাজ। তাই শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক এদেরকে ধরে শায়েস্তা করতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জনকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করতে এবং সরকারি জায়গায় নলকূপ, ল্যাট্রিন ও পয়ঃপ্রণালী নির্মাণের জন্য অনুরোধ করছি। আর ধর্ষণকে বলি ‘না’।
মো: রফিকুল ইসলাম, লালমাই, কুমিল্লøা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা