২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শীতকালে ঢাকার রাস্তা বিপজ্জনক

-

সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত রাজধানী ঢাকা। বিভিন্ন স্তরের এবং শ্রেণী-পেশার মানুষ জীবিকার সন্ধানে ছুটে চলেন অনবরত। বসবাসে যতটা সুবিধা পাওয়া যায় তেমনি অনেক অসুবিধা পোহাতে হয় ঢাকার বাসিন্দাদের। প্রায়ই চুরি, ছিনতাই, গুম, খুন ইত্যাদি গণমাধ্যমের শিরোনাম হয়।
এই শীতকালে দুষ্কৃতকারীরা তাদের উদ্দেশ্য হাসিলে অধিক তৎপর থাকে। স্বাভাবিকভাবেই শীতের রাতে ব্যস্ত রাস্তাগুলোতেও নীরবতা লক্ষ করা যায়। রাস্তা কিংবা ফ্লাইওভারগুলোতে পর্যাপ্ত লাইট না থাকা এবং কুয়াশায় চারপাশ অস্পষ্ট থাকায় সহজেই দুষ্কৃতকারীরা অপরাধ করতে পারে। ছিনতাইকারীরা একটি ভয়ানক পদ্ধতি অবলম্বন করে থাকে; সাধারণত রাত একটু গভীর হলে ফ্লাইওভারের দুই পাশে আড়াআড়িভাবে চিকন তার বা মজবুত সুতা শক্ত করে আটকিয়ে দেয়। ফলে কোনো মোটরসাইকেল আরোহীর গলা এতে লেগে কেটে যায় এবং তিনি মাটিতে পড়ে যান। আর দুর্বৃত্তরা সহজেই তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারে। শীতের রাতে এই ভয়াবহ কর্মকাণ্ডের প্রবণতা বেশি বৃদ্ধি পায়।
এ ধরনের সমস্যা সমাধানে কর্তৃপক্ষের আন্তরিকতা জরুরি। ফ্লাইওভার ও রাস্তায় পর্যাপ্ত লাইট থাকতে হবে এবং আইনশৃঙ্খলাবাহিনীর নজরদারি বাড়াতে হবে। বাড়াতে হবে জনগণের সচেতনতাও।
মামুন হোসেন আগুন
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা


আরো সংবাদ



premium cement