আমার ‘মিষ্টি মা’
- ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০
আমার মিষ্টি মা আজ আর নেই। আর শুনি না তার সেই কথাÑ আল্লøাহকে সোপর্দ করে দিলাম, যা আমাকে বিদায়কালে বলতেন। মনে হতো তিনি এক আলেম শিক্ষিকা। অথচ তিনি না জানতেন নিজের নামটাও লিখতে। তিনি ভালো কথা বলতেন এবং ভালো কথা মনে রাখতেন বেশি দিন। এমনকি, ভালো কথা ভুলে যেন না যাইÑ আমরা তার মুখে সে কথা বারবার শুনতাম। আশ্চর্য মনে হতো, এমন একটা পরিবেশ সৃষ্টি হতো যে, আমরা তার মুখে কথাটি শুনতে প্রস্তুত ছিলাম। আমরা ছয় ভাই। আয়-রোজগারের বড় কোনো উৎস ছিল না। প্রায় সবাই বেকার। দু’মুঠো ভাত মুখে দেয়াও ছিল কষ্টসাধ্য। এ অবস্থায়ও দরদি মা পাড়াপ্রতিবেশীদের খেতে দিতেন। নিজে না খেয়েও মাছের টুকরোটি তুলে দিতেন ফকির-মিসকিনের পাতে। আল্লাহর কাছে মায়ের জন্য আমি ক্ষমাপ্রার্থী এবং তার জন্য সবার দোয়া কামনা করছি।
মো: রফিকুল ইসলাম
লালমাই, কুমিল্লøা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা