২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাদরাসা শিক্ষা বোর্ডকে বলছি

-

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড়ের প্রতি অনুরোধ, মাদরাসার দাখিল ও আলিম শ্রেণীর সাধারণ বিভাগের পরিবর্তে সব কলেজের মতো ‘মানবিক বিভাগ’ নামকরণ করা জরুরি। যদি দাখিল ও আলিম সব কলেজের এসএসসি ও এইচএসসির সমমান হয় তাহলে মাদরাসার ক্ষেত্রে এমন বৈষম্য কেন? মাদরাসা বোর্ডে পাস করা কি ‘অপরাধ’? সকল কলেজে মানবিক বিভাগ আর মাদরাসার সাধারণ বিভাগ কেন নামকরণ হবে?
মাদরাসার শিক্ষার্থীরা যখন কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় বা চাকরি করে, তখন তাদের হেয়প্রতিপন্ন করা হয়, বিভাগের নামের পার্থক্যের কারণে। সব কলেজে সাধারণ বোর্ডে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে; কিন্তু মাদরাসায় ‘সাধারণ’ ও বিজ্ঞান শাখা রয়েছে। এটা কিন্তু চরম বৈষম্য। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। মাদরাসা বোর্ড একটা স্বতন্ত্র শিক্ষা বোর্ড, এর সব ডিজিটালাইজ করা রয়েছে। তাহলে মাদরাসায় কেন দাখিল ও আলিমে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নেই? লেখাপড়া করে দেশের বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত রয়েছে মাদরাসাশিক্ষার্থীরা এবং সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে বিভিন্ন সেক্টরে তাদের অবদান রয়েছে।
অথচ তাদের অবমূল্যায়ন করা হয়েছে। মাদরাসা ইবতেদায়ি, জেডিসি, দাখিল ও আলিমে প্রতি বছর লাখ লাখ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে ভালো ফলাফল অর্জন করে থাকে। অথচ বোর্ডের ব্যর্থতার কারণে মাদরাসার ছাত্ররা হেয়প্রতিপন্ন হয়। ডিজিটাল ও তথ্যপ্রযুক্তির যুগে এটা কল্পনীয়। মাদরাসায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু করা জরুরি। মাদরাসা শিক্ষার্থীদের হেয় বা অবহেলা করবেন না। মাদরাসায়ও মেধাবী শিক্ষার্থী রয়েছে।
মাননীয় শিক্ষামন্ত্রী, মাদরাসা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ, মাদরাসার দাখিল ও আলিম শ্রেণীতে সাধারণ বিভাগের পরিবর্তে মানবিক বিভাগ নামকরণ এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা সর্বত্র চালু করুন।
মো: আলমগীর হোসাইন
প্রভাষক, দল্টা ডিগ্রি কলেজ
রামগঞ্জ, লক্ষ্মীপুর


আরো সংবাদ



premium cement