২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ধর্ষণের মহামারী’ ও দু’টি কথা

-

একজন আদর্শ মানুষও অর্জিত শিক্ষা দ্বারা গড়ে তুলতে পারেন একটি সুসভ্য জাতি। পঞ্চাশ-ষাটের দশকে সেই বিনোদন শিল্পকে যে অবস্থায় দেখে এসেছি, আজ পাঁচ-ছয় যুগ পর শিক্ষা-দীক্ষার এত উৎকর্ষ হওয়ার পরও এসব কী দেখছি? এখন অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল সাহেবের মন্তব্যের জের ধরে বলাই যায় যে, দেশে ধর্ষণের মহামারী চলছে। সে প্রেক্ষাপটে নারীদের পোশাক-পরিচ্ছদ, ওড়না পেছনে ফেলে দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন কোন্ রুচিতে? তারা জাতিকে কী উপহার দিচ্ছেন বা দিতে চান? জীব জগতের একটা স্বাধীনতা আছে। কিন্তু সৃষ্টির সেরা মানুষের সেই স্বাধীনতা (যদি মস্তিষ্ক বিকৃত না হয়) নিজের লাজ লজ্জা সৎ বিবেক এবং সভ্য মানবতার নিকট বন্দী। এমন স্বাধীনচেতা মানুষ এবং ধর্ষক-খুনি লুটেরা দুর্নীতিবাজ লোকের সংখ্যা কিন্তু হাতেগোনা, আর সমস্ত জাতিই সভ্যতার অনুসারী। বধূ-মাতা কন্যাদের জাতি নিজ নিজ মহিমায় শ্রদ্ধা- স্নেহ মমতার আসনেই দেখতে চায়। যারা আমার মা-বোন ও কন্যাদের সতীত্ব সম্ভ্রম হত্যার সাথে হিংস্র পশুর মতো জীবনটাও কেড়ে নেয়, তাদের ন্যায্য বিচারের মাধ্যমে প্রকাশ্য রাজপথে সবার সামনে মৃত্যুদণ্ড কামনা করি, যদিও সম্ভ্রমহারা নারী ও তার অভিভাবকদের কলিজার ক্ষত বাকি জীবন বয়ে বেড়াতে হবে। তবু কিঞ্চিৎ সান্ত্বনা তো মিলবে। অন্যথায়, যা হবে তা হলো গঙ্গা নদীর মোহনা খুলে দিয়ে খোলা রেখে নালা, খাল পাগাড়ের মুখ বন্ধ করার মতো অর্থহীন।
কাজী মো: গোলজার হোসেন
ইসলামপুর
পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর


আরো সংবাদ



premium cement