২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রয়োজনীয় হয়ে পড়েছে মুঠোফোন

-

ক্লান্তিকর এই সময়ে মুঠোফোন যেন ঘিরে ধরেছে। তাই অনেকাংশেই নির্ভরশীল হয়ে পড়েছি মুঠোফোনের ওপর। সকালে ঘুম থেকে উঠার পর অনেক আশা নিয়ে মোবাইল চালু করি। আর ভাবি, হয়তো নতুন কোনো ভালো খবর আসবে। করোনা রোগীর মৃত্যুহার কমতে শুরু করছে, এমন ধরনের কিছু। তারপর স্কুল কলেজ খোলার নতুন কোনো সিদ্ধান্ত এলো কি না। তা ছাড়া কাছের মানুষ, বন্ধু-বান্ধবের সাথে নিয়মিত যোগাযোগ করা তো থাকছেই। এই সময়ে সমাজের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিষয় নিয়ে পত্রিকায় ই-মেইল পাঠালে লেখালেখির চর্চাটা ভালো হয়।
তা ছাড়া শিক্ষার এই দীর্ঘ ঘাটতি পূরণ করা এবং নিজেকে সক্রিয় রাখার জন্য নির্ধারিত এক সময় বেছে নিয়েছি। সেখানে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে বিভিন্ন শিক্ষাকেন্দ্রিক ফেসবুক গ্রুপ, অনলাইন ক্লাস, শিক্ষামূলক পেজ, ইউটিউব ইত্যাদি থেকে প্রতিনিয়ত জানছি। করোনার এই সময়ে এভাবেই প্রতিদিন গুরুত্বপূর্ণ সব কাজে মুঠোফোন হয়ে উঠেছে আমাদের একমাত্র ভরসা। মুঠোফোনের ভালো দিকগুলো সত্যিই খুব চমৎকার। আর আমাকে তা অনেক উপকৃত করে বটে। নিজেকে জানার জন্য মুঠোফোন খুবই অনবদ্য। এই সময়ে যখন স্কুল কলেজ বন্ধ তখন মুঠোফোন যেন খুবই প্রয়োজনীয়। তাই এমন এক সময়ে মুঠোফোন দূরে রাখা খুব কষ্টকর!
ইস্তিয়াক আহমেদ হৃদয়
শিক্ষার্থী, সরকারি কলেজ, নওগাঁ


আরো সংবাদ



premium cement