২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পর্যটকদের সতর্ক হতে হবে

-

সম্প্রতি করোনা মহামারীতে সবকিছু স্থবির হয়ে পড়েছে। মে মাস থেকে বন্ধ করে দেয়া হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে শিক্ষার্থীদের একটি বড় অংশ টানা ৫-৬ মাসের অবসাদ আর ক্লান্তি দূর করতে বেরিয়ে পড়ছে দেশের নানা দর্শনীয় স্থান দেখতে। শুধু শিক্ষার্থী নয়, সর্বসাধারণের ভিড়ও চোখে পড়ার মতো।
তবে পর্যটকদের অসতর্কতার কারণে নানা বিপদের সম্মুখীনও হতে হচ্ছে। বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামোগত অসুবিধা ছাড়াও রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার বিষয়ও আছে। পর্যটন স্পটে পর্যটকরা ছিনতাইকারীদের হাতে পড়ে হারাতে হয় সর্বস্ব। বিশেষ করে, কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার ঘাটতি লক্ষ করা যায়। এ কারণে সৈকত এলাকায় বারবার ঘটছে চুরি-ছিনতাই। সম্প্রতি সৈকতের শৈবাল পয়েন্টে তিনজন পর্যটককে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নেয় সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এ ছাড়াও দেশের ব্যস্ত এবং দর্শনীয় স্থানগুলোতেও এমন চুরি, ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটে চলছে।
পাশাপাশি বিনোদনের খোরাক মেটাতে গিয়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অত্যধিক যা নিজের এমনকি পরিবারের জন্যও হুমকিস্বরূপ। আর তাই, পর্যটকদের উচিত সর্বোচ্চ সতর্ক অবলম্বন করা।
মামুন হোসেন আগুন
ঢাকা কলেজ


আরো সংবাদ



premium cement