২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পরীক্ষার দ্বারাই হোক যথার্থ মূল্যায়ন

-

মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর থেকে দেশে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এই সঙ্কটময় মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে পরীক্ষা নেয়া সম্ভব নয়। তা এই মুহূর্তে ‘মৃত্যুঝুঁকি’। ইতোমধ্যে এইসএসসি পরীক্ষার্থীদের জেএসসি এবং এসএসসির ফলাফলের ওপরে ভিত্তি করে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা যাদের দাখিল/এসএসসির ফলাফল খারাপ হয়েছে, তাদের মনঃপূত হয়নি। আলিম/ইন্টারমেডিয়েটে উৎকৃষ্ট ফলাফল করার জন্য যারা প্রত্যাশী ছিল, তারা তাদের প্রত্যাশিত ফলাফল থেকে বঞ্চিত হচ্ছে অটোপাসের কারণে।
বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ লেভেলের শিক্ষার্থীদের কেবল কয়েক মাস ক্লাস করার সুযোগ হয়েছিল। তাদের কোর্সগুলো শেষ হতে না হতেই করোনা মহামারী বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বাকি কোর্সগুলো অসম্পূর্ণ রয়ে যায়। অনলাইন ক্লাস শিক্ষার্থীদের মনঃপূত হচ্ছে না। ঠিক এই সময়ে অটো পাস ঘোষণা করা হলে ছাত্রছাত্রীদের অজ্ঞতা থেকে যাবে, পরিপূর্ণ বিদ্যা অর্জিত হবে না। সত্যিকার অর্থে, একজন শিক্ষার্থী পরীক্ষার দ্বারাই যথার্থভাবে মূল্যায়িত হয়। পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করার অন্য কোনো পন্থা নেই। অটো পাসের দ্বারা একজন শিক্ষার্থীকে যথার্থ মূল্যায়ন করা সম্ভব নয়। যেহেতু মহামারীর কারণে পরীক্ষা নেয়া সম্ভব নয়, সেহেতু অটো পাসের দ্বারা নয়, যখনই হোক, অবিলম্বে হলে উত্তম, পরীক্ষার দ্বারাই হোক যথার্থ মূল্যায়ন।
মো: আল-আমিন
ঢাকা কলেজ


আরো সংবাদ



premium cement