২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফুট ওভারব্রিজে দুর্ঘটনা

-

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে পথচারী পারাপারে ফুট ওভারব্রিজ থাকলেও তা খুব একটা ব্যবহৃত হয় না, নিচে মূল সড়ক দিয়ে পারাপারের সুযোগ আছে বলে। অনেককে ফুট ওভারব্রিজটি ব্যবহারের পরামর্শ দিয়েছি নিরাপত্তার খাতিরে। এ মুহূর্তে ব্রিজটিকে আর নিরাপদ তো বলা যাচ্ছেই না, উল্টো ‘হতাহতের ফাঁদ’ বললে অত্যুক্তি হয় না। কারণ পশ্চিমে সিঁড়ি বেয়ে উঠলেই দৃষ্টিগোচর হচ্ছে যে, ওয়েল্ডিং ছুটে গিয়ে ফাঁকা হয়ে আছে ফুট ওভারব্রিজটি। এতে পথচারীদের পায়ের আঙুল কেটে যেতে পারে, দ্বিতীয়ত বেশি পথচারীর একত্র চলাচলে ফাটল বৃদ্ধি পেয়ে পুরো অংশটি তাদের নিয়ে নিচে পড়ে যেতে পারে। এতে নিচ দিয়ে চলাচলকারীরাও মর্মান্তিক পরিণতির শিকার হতে পারেন। তাই ফুট ওভারব্রিজটির ফাটল মেরামতে অবিলম্বে উদ্যোগ নিতে হবে। এক মুহূর্ত দেরি করা মানে, দুর্ঘটনার জন্য অপেক্ষায় থাকা।
মোহাম্মদ ইব্রাহিম খলীলুল্লাহ
বারইয়ারহাট, মিরসরাই, চট্টগ্রাম


আরো সংবাদ



premium cement