কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন
- ১৮ নভেম্বর ২০২০, ০০:০০
লক্ষ্মীপুরের কমলনগর এবং রামগতি উপজেলার তোরাবগঞ্জ থেকে করুণানগর। আর জমিদার হাট থেকে রামগতি বাজার পর্যন্ত ইয়াবা সেবন, পাচার, ব্যবসা জমজমাট। কক্সবাজার থেকে সড়ক ও নৌপথে ইয়াবা আসে এ অঞ্চলে, নেশাখোর, চাঁদাবাজ, বিপথগামী, ভূমিদস্যুরা এই ব্যবসার সাথে জড়িত। চর গজারিয়া, বয়ারচর নিরাপদ আস্তানা। আর এই চরগুলোর খাস ভূমিদস্যুদের দখলে। সড়ক ও নৌপথে অহরহ ঘটছে চাঁদাবাজি। ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করে সুফল পাওয়া যায় নাই। সন্ত্রাসের জনপদে পরিণত করেছে অত্র অঞ্চল। ইয়াবা ব্যবসার প্রাণকেন্দ্র করুণানগর। ক্ষুদ্র জেলেকে ও মেয়না নদীতে চাঁদা দিতে হয় জলদস্যু বাহিনীকে। নিরীহ মানুষ আতঙ্কে। র্যাব, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ বাহিনীর সমন্বয়ে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান চালাতে দৃষ্টি আকর্ষণ করছি।
নিরীহ জনগণের পক্ষে
অধ্যাপক সিফাত কামিল
রামগতি বাজার, লক্ষ্মীপুর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা