অতিথি পাখি শিকার বন্ধ করুন
- ১৮ নভেম্বর ২০২০, ০০:০০
বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলনবিল। আসছে শীত। সেই সাথে প্রতি বছরের মতো বৃহত্তর চলনবিল এলাকায় বাড়ছে অতিথি পাখির আনাগোনা। শীতকালে সাইবেরিয়াসহ বিভিন্ন অঞ্চল তীব্র শীতে আক্রান্ত হয়। এসব অঞ্চলে তুষারপাত ঘটে। এ সময় এসব অঞ্চলে পাখিদের টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলে প্রাণ বাঁচাতে পাখিগুলো হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশ কিংবা অঞ্চলে উড়ে এসে আশ্রয় গ্রহণ করে। শীত শেষে পাখিগুলো চলে যায় আপন ঠিকানায়। অতিথি পাখির গোশতের বেশ চাহিদা থাকায় এবারো এক শ্রেণীর লোভাতুর মানুষ অর্থের লোভে নির্মমভাবে শিকার করছে অতিথি পাখি। বিস্তীর্ণ মাঠে বিশেষ কায়দায় সারি সারি ফাঁদ, জাল, বিষটোপ কিংবা বড়শি দিয়ে দিনরাত নির্বিচারে শিকার করা হচ্ছে অতিথি পাখি। বিশেষ করে রাতে ও ভোরবেলা শিকার বেশি করা হয়। লোকবলের অভাবে তেমন কিছু করা সম্ভব হয় না। এসব পাখি প্রকৃতির বন্ধু, প্রকৃতির শোভাবর্ধনকারী। পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিথি পাখি শিকার বন্ধ করা জরুরি।
তাই, অতিথি পাখি শিকার রোধে সচেতন নাগরিক, পরিবেশবাদী সংগঠন, মিডিয়াকর্মী এবং বিভিন্ন শ্রেণীর মানুষসহ সরকারের যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি।
মোহম্মদ শাহিন
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ধষড়সসফংযধযরহ৬৮৮@মসধরষ.পড়স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা