শিক্ষকতার সুযোগ দিন
- ১১ নভেম্বর ২০২০, ০০:০০
পুরান ঢাকার ঐতিহ্যবাহী প্রগতিশীল শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠাবার্ষিকী দিবস ২০ অক্টোবর ২০২০। ২০০৫ সালের এই দিনে সরকারের এক প্রজ্ঞাপন অনুসারে জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করেছিল। কোভিড-১৯ মহামারীর কারণে এ বছর ওই দিবসে বড় অনুষ্ঠান ছিল না। তবুও আজ সারা দেশের সব জবিয়ানের সুপ্তাকাক্সক্ষা নতুন করে জেগে উঠেছে। কারণ স্বপ্ন দেখছে জবি, স্বপ্ন দেখাচ্ছে জবি। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলেরও উদ্বোধন হচ্ছে।
এবারের বিশ্ববিদ্যালয় দিবসে মাননীয় ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান স্যারের প্রতি বিনীত অনুরোধ জানাই, মেধাবী ও উদ্যমী জবিয়ানদের নিজ ক্যাম্পাসে শিক্ষকতা পেশায় আসার অবাধ সুযোগ তৈরি করে দিন। অন্তত বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের এ সুযোগটা দিন। স্যার, এটা আমাদের প্রাণের দাবি। এগিয়ে যাক জবি, এগিয়ে যাক জবিয়ানরাও।
মোহাম্মদ আব্দুস সালাম
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা